প্রশান্তিকা রিপোর্ট: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর (নগর সম্পাদক) ও চীফ রিপোর্টার হুমায়ুন কবির খোকন গতকাল না ফেরার দেশে চলে গেছেন। জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে তিনি উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

তাঁর সহকর্মীদের অনেকেই বলছেন, খোকন করোনায় মারা গেছেন। তবে সময়ের আলো পত্রিকা করোনার বিষয়টা অস্বীকার করেছেন।
পত্রিকাটি জানায়, “শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানা গেছে। চিকিৎসক জানায়, তার করোনা পরীক্ষাই করা হয়নি।”
খোকনের মৃত্যুতে তাঁর সহকর্মী সাংবাদিক বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সময়ের আলো’র আগে তিনি আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতিতে কাজ করেছেন।
আজ শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে সর্বমোট ১৫৫ জন মারা গেছেন।