সমস্যা অনেকের মগজেই: মাশরাফি

  
    
মাশরাফি বিন মুর্তজা

প্রশান্তিকা ডেস্ক: করোনা, বেকারত্ব, শ্রমিক আন্দোলন সবকিছু ছাপিয়ে দেশের মুল সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধর্ষণ। দেশে ও বিদেশে অসংখ্য বাঙালি সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রোফাইল কালো করে এবং বিশেষ স্ট্যাটাস দিয়ে ধর্ষণের মতো ঘৃণিত বিষয়ের প্রতিবাদ করছেন। বসে নেই তারকারাও।

আজ দেশের সফলতম অধিনায়ক ও সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা ফেসবুক পোস্টে লেখেন, “আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে।

কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?
তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।
হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।
আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।”

এর আগে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ জাতীয় দলের অনেক ক্রিকেটার।

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments