…সরকারের বন্দুকের নল আপনার আমার মুখের দিকে । আরিফ রহমান

  
    

[ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষ স্ট্যাটাস দিচ্ছেন। দিনশেষে সেসব আবার হারিয়ে গিয়ে স্থান পাচ্ছে নতুন বিষয়। প্রশান্তিকার এই বিভাগে প্রতি সপ্তাহে থাকছে নির্বাচিত সেই স্ট্যাটাস। এই বিভাগে লেখা কোনরকম সম্পাদনা ছাড়াই হুবহু প্রকাশিত হবে।]

বাংলাদেশের প্রথম সারির একটা পত্রিকাও এটা লিড নিউজ করল না যে কিভাবে ধর্ষণ-বিরোধী গ্রাফিতি আঁকার অপরাধে পুলিশ বর্বরভাবে নাগরিকদের পিটিয়েছে গত রাতে!

এনারা আবার সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলেন।

গতরাতের ঘটনা সেরেফ একটা বিচ্ছিন্ন পুলিশি নিপীড়ন ভাবলে ভুল হবে। এটা আপনার আমার জন্য একটা বার্তা।

ঢাকার দেয়ালে ধর্ষণের বিরুদ্ধে অঙ্কিত নতুন গ্রাফিতি।

এখন আপনি যেখানেই এই ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে কথা বলবেন সেখানে আপনার হাত মুচড়ে দেওয়া হবে। লকাপে নিয়ে পেটানো হবে। বিনা বিচারে জেলে রাখা হবে। ক্রসফায়ারে নিয়ে হত্যা করা হবে।

আপনার আমার সো কল্ড “মন্দের ভালো” সরকারের বন্দুকের নল আপনার আমার মুখের দিকে। ২৫ বছরে ৩০ হাজার ধর্ষণের বিপরীতে সাজা হয়েছে ১০০ জনের। আমার মা ধর্ষণ হবে, বোন ধর্ষণ হবে আমি প্রতিবাদ করতে পারবো না।

প্রতিবাদ করলে হাত মুচড়ে দেবে,
জেলে পুরে রাখবে,
ক্রসফায়ারে দেবে…

এই ব্যবস্থাকে ভাঙতে হবে। না ভাঙলে এই ব্যবস্থা আমাদের প্রতিটা নাগরিককে একে একে ভেঙে দেবে।

২৯/০৯/২০২০। 

আরিফ রহমান: লেখক, একাত্তরের গণহত্যা বিষয়ে গবেষণা ও লেখালেখি করছেন। প্রথম পাঠকপ্রিয় গ্রন্থ- ‘ত্রিশ লক্ষ শহীদ, বাহুল্য নাকি বাস্তবতা।’

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments