সাকিবকে ফিরতে চিঠি দিচ্ছে বিসিবি

  
    

আইপিএল আসরে এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সে ম্যাচেও ব্যর্থ হয়েছেন তিনি। এর পর একাদশে জায়গা হারান তিনি। তার পরিবর্তে একাদশে সুযোগ পায় মোহাম্মদ নবী ও কেন উইলিয়ামসন।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে দু-একদিনের মধ্যেই। আগামী সোমবার থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে। এখনই চিঠিটা দিয়ে দিতে। তারপর দেখা যাক, সে কী সাড়া দেয়। সে আমাদের ক্যাম্পে আসবে কী আসবে না, এটা নিয়ে কথা হয়নি। আমার মনে হয়েছে, ক্যাম্প শুরু হচ্ছে, ওকে চিঠি দেওয়া দরকার যেন সে যোগ দিতে পারে।’

২২ এপ্রিল থেকে ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলবে ত্রিদেশীয় সিরিজ।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments