ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ে ওয়ানডে ক্রিকেটে এই প্রথম ৩২২ রানের পাহাড় ডিঙিয়ে জয় পেল বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শতরানের দুর্দান্ত ইনিংস ও লিটন দাসের দৃঢ়তায় ৫১ বল বাকি থাকতেই ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ।
উইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৫২ রান করেন তারা। দ্বিতীয় উইকেটে সাকিবকের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন তামিম। তামিমের বিদায়ের পর কোন রান না করেই আউট হন মুশফিকুর রহিম। সৌম্য সরকার, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের বিদায়ের পর লিটন দাসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সাকিব। আর কোন উইকেট হারায় নি বাংলাদেশ। চতুর্থ উইকেটেই জয়ের লক্ষে পৌঁছে যায় সাকিবরা।
ইংল্যান্ডের কাউন্টি গ্রাউন্ড টনটনে টসে জিতে বল বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শাই হোপের ৯৬ ও এভিন লুইসের ৭০ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩২১ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ৩২১-৮ (৫০)
এভিন লুইস ৭০ (৬৭), শাই হোপ ৯৬ (১২১), নিকোলাস পুরান ২৫ (৩০), শিমরন হেটমায়ার ৫০ (২৬) ও জেসন হোল্ডার ৩৩ (১৫)।
সাকিব আল হাসান ৮-৫৪-২, মোস্তাফিজুর রহমান ৯-৬১-২, মোহাম্মদ সাইফুদ্দিন ১০-৭২-৩।
বাংলাদেশ: ৩২২-৩ (৪১.৩)
সাকিব আল হাসান ১২৪ (৯৯), লিটন দাস ৯৪ (৬৯), তামিম ইকবাল ৪৮ (৫৩), সৌম্য সরকার ২৯ (২৩)।
আন্দ্রে রাসেল ৬-৪২-১, ওশানে থমাস ৬-৫২-১।