সাকিব বাহিনী আজ অনুশীলন করেছে হোবার্টে

  
    
সাকিব আব্দুল্লাহ, হোবার্ট থেকে :  টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে যচ্ছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব বাহিনী। বৈরী আবহাওয়ার কারণে গতকালের অনুশীলন বাতিল হলেও আজকে সকালে কিংস্টনের টুইন ওভালে অনুশীলনে ঘাম ঝরায় টাইগারেরা।
.
পরশু ব্রিসবেন থেকে ফেরার পথে মেলবোর্নে এসে আটকে যেতে হয় ক্রিকেটারদের। বৃষ্টির কারণে দুই দফায় ফ্লাইট পিছিয়ে প্রায় ১১ ঘণ্টা সময় ব্যয় করে হোবার্টে এসে পৌছান তারা। ভ্রমন ক্লান্তি ঝেরে আজ সকালে যখন টাইগারেরা নিজেদের ঝালিয়ে নিচ্ছিলো তখন তা প্রত্যক্ষ করতে ভীড় জমিয়েছিল হোবার্টে বসবাসরত এবং অন্যান্য স্থান থেকে আগত বাঙালিরা। সাপ্তাহিক ছুটির দিনে শীতের ঠান্ডা উপেক্ষা করে বাঙালিদের এই উপস্থিতি কিছু বাড়তি অনুপ্রেরণার উষ্ণতা ছড়িয়েছে।
বাংলাদেশ দলের অনুশীলন
গত আট বছর পর আবার নেদারল্যান্ডস-বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে বেলেরিভ ওভালে। প্রথমে ব্যাট করে গড়ে ১৫৬ রান আসা, বোলার সহায়ক এই পিচে, বোলারদের বুঝে শুনে মোকাবেলা করতে হবে ব্যাটসম্যানদের। তবে, বাংলাদশে-নেদারল্যান্ডস ও তাদের সমর্থকরা এই মুহূর্তে আতংকিত তাদের তৃতীয় প্রতিপক্ষ বৃষ্টি নিয়ে, যদিও বেলেরিভ ওভালের পানি নিষ্কাশনের ব্যবস্থা মোটামুটি ভালো তাই খারাপ আবহাওয়ার পুর্বাভাস সত্ত্বেও সবাই আশায় বুক বেঁধে রয়েছেন। এখন শুধু অপেক্ষা কালকের জন্য।
প্রাকটিসে নামছেন অধিনায়ক সাকিব আল হাসান। ছবি- জান্নাতুল ফেরদৌস নৌজুলা।

সিডনি থেকে খেলা দেখতে এসেছেন পথ প্রডাকশন্স ও দেশি ইভেন্টস’র শাওন অরিজিৎ ও সায়েদ ফয়েজ। কথা প্রসঙ্গে তারা বললেন, আগামীকাল সাকিব বাহিনী ভালো খেলবে আশা করছি । আবহাওয়া অনুকুলে থাকলে এবং বড় অঘটন না ঘটলে আমরা বিজয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করতে পারবো বলে আশা করছি।

সিডনি থেকে খেলা দেখতে এসেছেন পথ প্রডাকশন্স এবং দেশি ইভেন্টস’র শাওন অরিজিৎ ও সায়েদ ফয়েজ।

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments