যুক্তরাষ্ট্র প্রতিনিধি : বাংলাদেশিদের সংগঠন সারা বাংলা’৮৮(অস্টআশি)এর যুক্তরাষ্ট্র প্যানেল ২০২১ গঠিত হয়েছে সম্প্রতি।
এই প্যানেলের সদস্য সংখ্যা ৫১। মুলতঃ আটাশি সালের এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন এটি। পৃথিবীর বিভিন্ন দেশ এবং বাংলাদেশে সংগঠনটির শাখা বিস্তৃত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসকারীরা আমেরিকান এই প্যানেলের সদস্য।
যুক্তরাষ্ট্র প্যানেলের কোঅর্ডিনেটরের দায়িত্বে আছেন লুৎফর রহমান। উপদেষ্টা হিসেবে আছেন ফয়সাল চৌধুরী, রতন বিডি, সাব্বিন আখতার, নাসিমুল করিম, এ এইচএম রহমান বুলু।
প্যানেলটির থিম হচ্ছে একান্ন সদস্যের একান্নবর্তি পরিবার। সংগঠনটি পরিবেশ সুরক্ষা, নানান সমাজ সেবামূলক কর্মকাণ্ড, প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। প্যানেল সদস্যরা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।