সার্কাসের মোড়কে মুক্তিযুদ্ধের গল্প ‘বিউটি সার্কাস’ । মো. ইয়াকুব আলী

  
    

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার

একসময় বাংলাদেশের শহর বন্দর গ্রাম গঞ্জ শীতকালীন সময়ে এইঘোষণায় মুখরিত থাকতোকোন নতুন সার্কাস বা যাত্রাদল পারফর্মকরতে আসলেই এলাকাগুলোতে যেন সাজ সাজ রব পড়ে যেতোএলাকাগুলো যেন নব উদ্যোমে জেগে উঠতোকখনও মাসব্যাপীআবার কখনও আরও দীর্ঘ সময় ধরে চলতো এই সার্কাস বাযাত্রাপালাজীবনের একঘেয়েমি দূর করতেছিল এক চাঞ্চল্যকরআয়োজন বিশেষকরে সার্কাসের সব দুঃসাহসিক কর্মকাণ্ডগুলো মানুষপ্রাণভরে উপভোগ করতোযারা ছোটবেলায় এটা দেখেছেনসারাজীবন তাদের স্মৃতিতে এটা থেকে যায়গল্পের আড্ডায় স্থান পায়সার্কাসের গল্পসার্কাস আসলে এক পরিপূর্ণ বিনোদনের কেন্দ্রএখানে বিভিন্ন এক্রোবেটিক কর্মকাণ্ড ছাড়াও একসময় ছিল প্রাণীদেরদিয়ে মজার মজার কর্মকাণ্ডএখন কোন প্রাণীকে কষ্ট না দেয়ারআইন হয়ে যাওয়ায় সার্কাসে প্রাণীদের দিয়ে আর তেমন কিছুই করাহয় নাতবু্ও এর আকর্ষণ একটুও কমেনিআর বাড়তি অনুষঙ্গহিসেবে থাকে ভাঁড়দের ভাঁড়ামি যেটা যেকোনো বয়সী দর্শককে কিছুসময়ের জন্য দৈনন্দিন দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়আর থাকে তাকলাগিয়ে দেয়া বিভিন্ন ধরনের জাদুবিদ্যার প্রদর্শনীসার্কাস বড় ছোটছেলে মেয়ে নির্বিশেষে সবাই পারফর্ম করে

বিউটি সার্কাসের পোস্টার- অস্ট্রেলিয়া সংস্করণ।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্যঘটনাএই যুদ্ধ অত্র অঞ্চলের ভৌগোলিক এবং অর্থনৈতিক গতিপ্রকৃতি বদলে দিয়েছিলপাকিস্তান রাষ্ট্রের ২৪ বছরের শাসন শোষনেরবিরুদ্ধে জেগে উঠেছিল বাংলাদেশের মানুষনিজেদের অধিকারআদায়ের জন্য তারা পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনীর সাথেলড়াই শুরু করেছিল শুধু বুকের সাহস আর দৃঢ় মনোবল সম্বল করেনয়মাস এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করেছিল একনতুন দেশবাংলাদেশএই লড়াইয়ে সবাই তার নিজের সামর্থ্যেরবাইরে যেয়ে চেষ্টা করেছিলদেশের সকল শ্রেণী পেশার মানুষেরঅংশগ্রহণে যুদ্ধটা পরিণত হয়েছিল একটা গণযুদ্ধেঅবশেষে ত্রিশলক্ষ শহীদের রক্ত এবং তিন লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়েঅর্জিত হয়েছিল স্বাধীনতা

মুক্তিযুদ্ধের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়েউল্লেখযোগ্য বিষয়সবাই সর্বোচ্চ ত্যাগের জন্য মানসিকভাবে ছিলেনপ্রস্তুতএই যুদ্ধে সার্কাসের দলগুলোও অংশগ্রহণ করেছিলতারামুক্তিযোদ্ধাদের অস্ত্রগুলো লুকিয়ে রাখতে সাহায্য করতোতাদেরকেবিভিন্ন তথ্য দিয়েও সাহায্য করতোএমন আরও বহু নজির আছেইতিহাসের পাতায় পাতায়দি বেঙ্গল সার্কাস ঠিক এভাবেই মুক্তিযুদ্ধেজড়িয়ে যায় স্থানীয় রাজাকারদের রোষানলে পড়েস্থানীয়রাজাকারেরা বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেকিন্তু যখন কোনকিছুতেই কাজ হয় না তখন তারা সার্কাসের মালিককে নির্মমভাবেহত্যা করে, পুড়িয়ে দেয় সার্কাসের প্যান্ডেলএরপর পেরিয়ে যায় বহুবছরএতসব অপকর্ম করেও একসময় মুক্তিযুদ্ধের এই বিরোধী চক্রবাংলাদেশে পুনর্বাসিত হয়কিন্তু তাদের চরিত্র বদলায় নাপুনর্বাসিতহয়ে আবারও তারা তাদের আসল চেহারা ফিরে পায়

অপরদিকে বেঙ্গল সার্কাসের উত্তরাধিকার হিসেবে বিউটি আবারওপ্রতিষ্ঠা করেনবিউটি সার্কাস‘। খুঁজতে থাকেন নিজের শেকড়েরপরিচয়প্রতিদিন তার ঘুম ভাঙে একটা দুঃস্বপ্ন দেখেএভাবেইচিত্রায়িত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি দি বিউটি সার্কাসআমিকোন সিনেমা বোদ্ধা নয় তাই সিনেমার কারিগরি বিষয় নিয়ে কোনপ্রকার মন্তব্য করতে চাই নাকিন্তু আমার কাছে কাহিনীটা দুর্দান্তলেগেছেআর প্রত্যেকের অভিনয়ও ভালো লেগেছেডায়লগগুলোওছিল সময়োপযোগীসার্কাসের ভিতরের বিষয়গুলো এই প্রথমদেখলামতারা বিভিন্ন ধরনের কসরত করে মানুষকে আনন্দ দিলেওতারা আমাদেরই মতো রক্ত মাংসের মানুষতাদেরও কাজের শেষেটেলিভিশন সেটের সামনে বসতে হয়তাদেরও দৈনন্দিন কাজকর্মকরতে হয় অন্য সবার মতোআবার সবকিছু ভুলে মুখে রঙ মেখেহাজির হতে হয় সার্কাসের মঞ্চে

চলচ্চিত্রটা মুক্তি পাওয়ার পর থেকেই অপেক্ষায় ছিলাম কবে দেখতেপারবো।অস্ট্রেলিয়াতে বিউটি সার্কাস চলচ্চিত্রটিকে নিয়ে এসেছে পথপ্রোডাকশন এবং দেশী ইভেন্টেসতাই তারা যখন ফেসবুকে পোস্টকরলো এই খবরটা তখন আর দেরি করিনি টিকেট কাটতেপ্রসঙ্গতএখানে উল্লেখ করা প্রয়োজন অস্ট্রেলিয়াতেও শীতকালীন অন্যান্যউৎসবের সাথে নিয়মিত আয়োজন করা হয়ে থাকে সার্কাসেরএমনইএকটা সার্কাস আমরা মানে আমি এবং আমাদের পুত্রকন্যাগতমাসে দেখতে গিয়েছিলাম সিডনির লিভারপুলেউদ্দেশ্য ছিলনিজের শৈশবের স্মৃতিচারণ আর প্রবাসী প্রজন্মের মধ্যে সেটারবিস্তার। ‘স্টারডাস্টসার্কাসের সেই পরিবেশনা আমাদের মনপ্রাণ ছুঁয়েগেলো বিশেষকরে রায়ানের খুব পছন্দ হলো ভাঁড়দের ভাঁড়ামিএরপরসে বাসায় ফিরে তাদের নকল করে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করেআমাদের মুগ্ধ করে যাচ্ছেতাই এবারওদি বিউটি সার্কাসএর টিকেটকরার সময় ওদের জন্যও টিকেট করেছিলাম।  

ক্যাম্বেলটাউনে মাত্র একটা শো রাখা হয়েছিলসিনেমাটা দেখা শেষেআমি আমার মেয়েকে বললাম দেখো মানুষের জীবনযাপন কতসার্বজনীন! ‘দি বিউটি সার্কাস’র চাঁদোয়াটা একদমস্টারডাস্টসার্কাসের মতো না? উত্তরে সে বলল, সেটাতো হবেই কারণ দুটোই তোসার্কাসএরপর বললাম কিন্তু স্টারডাস্ট সার্কাসে কতসেফটি মিজারছিল কিন্তু আমাদের দেশে পারফর্মাররা কোন ধরনের সেফটি মিজারছাড়াই পারফর্ম  করেন তাই সেটা হয় আরও বেশি উপভোগ্যআরওরা মুক্তিযুদ্ধের বিষয়িটাও জানেক্যাম্বেলটাউন বাংলা স্কুল’র মাধ্যমেযেখানে প্রতি রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেখানো হয়বাংলাদেশের ভাষাসংস্কৃতি

আমাদের পরিবারকে আমরা নাম দিয়েছিদি নিউ অপেরা সার্কাস‘। যেখানে গিন্নী হলেন রিং মাস্টার, আমি ভাঁড় আর ছেলেমেয়ে দুজনপারফর্মারআর আমি আমাদের জীবনটাকে বলি সার্কাসের মঞ্চসার্কাসে সবাই যেমন রিং মাস্টারের ইশারায় বিভিন্ন ধরনেরপারফরম্যান্স করে আবার ফিরে যায়মানব জীবনেও আমরাও যেনপৃথিবী নামক মঞ্চে পারফর্ম করে আবার ফিরে যায় সেই অদৃশ্য রিংমাস্টারের কাছেযাইহোকবিউটি সার্কাস’র সাথে সংশ্লিষ্ট সকলকেধন্যবাদসার্কাসের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের দিনগুলোতেফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যবাংলাদেশের মুক্তিযুদ্ধতো আসলে ছিলএকটা সর্বজনীন গণযুদ্ধতাই এমন সিনেমা আরও বেশি বেশিহওয়া দরকার

মো: ইয়াকুব আলী প্রকৌশলী, লেখক প্রকাশিত গ্রন্থ: নদীর জীবন; অস্ট্রেলিয়ার ডায়েরি। সিডনি, অস্ট্রেলিয়া।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments