বনানীর এফআর টাওয়ারে লাগা আগুন নেভাতে গিয়ে আহত ফায়ারফাইটার সোহেল রানা সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিটে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নেয় ২৬ জনের প্রাণ, কমপক্ষে ৭০ জন আহত হন ।
রাত ১০টা ৪০ মিনিটে সোহেলের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা সিএমএইচ মরচুয়ারিতে নেয়া হবে।