প্রশান্তিকা ডেস্ক: শীতকাল এলেই বাঙ্গালী পিঠাপ্রেমীরা পিঠা উৎসবে মেতে উঠে। শীতের আমেজে এই পিঠাপ্রেমীদের মন তৃপ্ত করতে গত ১৪ই জুন ২০২১, সোমবার সিডনির ব্ল্যাক্সল্যান্ড রিভার সাইড পার্কে অয়োজিত হলো অবার্নবাসী ও সাবেক অবার্নবাসী বাঙালিদের শীতকালীন পিঠা উৎসব। বাংলাদেশের ঐতিহ্যবাহী মুখরোচক সব পিঠা ছিলো এই উৎসবের প্রধান আকর্ষন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, বিবিখানা পিঠা, ভাপা পিঠা, ক্ষীর, দুধ চিতই। আরো ছিলো চটপটি ফুচকা এবং অন্যান্য দেশীয় খাবার।
আড্ডা আর খাবারের সাথে অবার্নবাসিরা স্বপরিবারে দিনটি আনন্দের সাথে উপভোগ করেন। আয়োজনে এবং সার্বিক তত্বাবধানে ছিলেন জাহিদুর রহমান (জাহিদ ভাই)এবং মাফুজ্জামান (আজাদ ভাই)। সাথে সর্বোপরি সবার প্রচেষ্টা এবং উপস্থিতি এই আয়োজনকে সার্থক করে।
সংবাদ বিজ্ঞপ্তি।