সিডনিতে আইয়ুব বাচ্চু স্মরণে সঙ্গীতানুষ্ঠান ‘রূপালী গীটার’১৮ নভেম্বর 

  
    

প্রশান্তিকা ডেস্ক: অকাল প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে সিডনিতে একটি সঙ্গীতানুষ্ঠান ‘রূপালী গীটার ফেলে একদিন চলে যাবো দূরে’ আয়োজন করেছে স্থানীয় সংগঠন লাল সবুজ। আগামী ১৮ নভেম্বর রোববার সন্ধ্যায় লিউমিয়ার ওয়েস্ট লীগ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রয়াত গীটার কিং আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর সিডনিতে তাঁকে স্মরণ করে এটিই প্রথম পাবলিক শো। লাল সবুজের পক্ষ থেকে আতাবুর রহমান প্রশান্তিকাকে জানান, এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রিয় শিল্পী এবং মিউজিশিয়ানরা অংশ নেবেন। তারা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। প্রবেশ মূল্য ধরা হয়েছে ৫ ডলার।


সঙ্গীতানুষ্ঠান আয়োজনে চলছে রিহার্সেল ক্যাপশন

অনুষ্ঠানে লাল সবুজের যেসব সদস্যরা থাকবেন তারা হলেন মাসুদ হোসেন মিথুন (ভোকাল), সজল (ভোকাল / গিটার), লুৎফা খালেদ (ভোকাল / কীবোর্ড), রহমান (ভোকাল / লিড গিটার), নাহিদ (পারকিউশন), বিজয় (পারকিউশন) এবং মাহাদী (বেজ গিটার)।
এছাড়া স্বনাম ধন্য গীটারিস্ট সোহেল খান এবং সিডনির পরিচিত মুখ মিঠু স্বপ্ন পারফরম্যান্স করবেন।


অনুষ্ঠান সঞ্চালনা করবেন বীথি

অনুষ্ঠানটি সঞ্চালন করবেন বীথি।  আয়োজকেরা সিডনিবাসী সকলকে কিংবদন্তী এই শিল্পীর শ্রদ্ধার্ঘের অনুষ্ঠানে আসার উদাত্ত আহবান জানিয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments