
প্রশান্তিকা ডেস্ক: ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসকে উপজীব্য করে একুশে একাডেমী অস্ট্রেলিয়া গতকাল ২৩শে ফেব্রুয়ারি আ্যশফিল্ড পার্কের আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতি স্তম্ভের পাদদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং দিনব্যাপী বইমেলার আয়োজন করে। ভিকারুন্নিসা আ্যলামনাই অস্ট্রেলিয়া (ভিএঅস) এর সদস্যরা কার্যকরী কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন ভি এ অসের প্রেসিডেন্ট ডাঃ মাহবুবা খানম মুক্তা এবং সেক্রেটারী ডাঃ সুরঞ্জনা জেনিফার রহমান।