প্রশান্তিকা রিপোর্ট: মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশে আয়োজিত সিডনিতে একুশে একাডেমীর বইমেলা আগামী ১৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আয়োজক একুশে একাডেমী অস্ট্রেলিয়ার এটি একুশতম মেলা। প্রতিবছরের মতো এবারও দিনব্যাপি সিডনির আ্যশফিল্ড পার্কের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণ মিনার যার দেহে আমাদের শহীদ মিনার আঁকা রয়েছে তার পাদদেশে এটি আয়োজিত হবে।
মেলায় বিভিন্ন বইয়ের স্টলের পাশাপাশি খাবারের স্টলও থাকবে। এছাড়া মেলার মঞ্চে দিনব্যাপি আবৃত্তি, গান, নৃত্য, নাট্যাংশ, শিশু কিশোরদের রঙীন পরিবেশনা সহ ভাষা শহীদদের স্মরণে বক্তৃতা থাকবে। একুশে একাডেমী অস্ট্রেলিয়ার পাবলিকেশন্স সেক্রেটারি ড. মনিরা হক প্রশান্তিকাকে জানান, এবারের একুশতম মেলাটির নানা চমক থাকবে। মেলায় আসলেই সেই চমকটা দেখবেন সবাই। প্রবাসের সকল বাঙ্গালীকে মেলায় এসে এর বৈচিত্র্য ও একুশের চেতনায় উজ্জীবিত হতে আহবান জানান তিনি। এবারের একুশের মেলার প্রাক্কালে একুশে একাডেমী আরও তিনটি বড় পদক্ষেপ নিয়েছে।
একুশে একাডেমীর উদ্যোগে ২৭ জানুয়ারিতে বেলমোর কমিউনিটি সেন্টারে শিশুদের জন্য বার্ষিক আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হবে। একই স্থানে ৩ ফেব্রুয়ারিতে একুশে একাডেমীর পূর্বের ২০ মেলার গুরুত্ব ও তার উপকারিতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারটি সবার জন্য উম্মুক্ত। এছাড়া ৭ জানুয়ারী থেকে ২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত রক্তদান কর্মসূচি চলবে। এটির তদারকি করছে অস্ট্রেলিয়ার রেড ক্রস।