সিডনিতে কবিতা’র বিকেলের বৈশাখ ও রবীন্দ্রনাথের জন্মতিথি উদযাপন

  
    

প্রশান্তিকা ডেস্ক : সর্বজনীন বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথী স্মরণ করেই সিডনির সৃজনশীল সংগঠন কবিতা’র বিকেল গত ৬ মে কেনসিংটন এ্যাংলিকান চার্চ অডিটোরিয়ামে আয়োজন করেছে এক মনোজ্ঞ অনুষ্ঠান।

আমন্ত্রিত সুধীজনের উপস্থিতিতে কবিতা’র বিকেলের এ আয়োজনটি ছিলো অত্যন্ত পরিমার্জিত ও পরিশীলিত।

অডিটোরিয়ামে প্রবেশ করতেই নান্দনিক মঞ্চ ও হল সজ্জা সকলের দৃষ্টি কেড়ে নয়। সংগঠনের সদস্যদের পক্ষ থেকে পরিবেশন করা হয় হরেক রকমের সুস্বাদু পিঠা। যেন প্রবাসের মাটিতে দেশীয় বৈশাখী আমেজ।

মঞ্চের পর্দা সরতেই প্রদীপের আলোর উপস্থিতিতে কোরাসে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রানে’ গানটির সাথে চমৎকার নৃত্য পরিবেশন করেন চেরী সরকার।

তারপর খুব সুশৃংখলভাবে ধীরে ধীরে পরিবেশিত হয় কখনও কবিতা কখনওবা গান, আবার কখনও একসাথে গান ও কবিতার যৌথ মিশ্রন। সঞ্চালকের ভাষায় বর্ণিত হয় প্রত্যেকটি কবিতা ও গানের মূলভাব- যা অনুষ্ঠানের শৈল্পিক ধারাকে ত্বরান্বিত করেছে। এ পর্বের শেষ আয়োজন ছিলো সরোদ ও নজরুল গীতির মিলনে এক দ্রুপদী পরিবেশনা। সরোদের মূর্ছনায় সমগ্র দর্শনার্থীরা হয়েছিলো বিমোহিত। সবাই মন্দ্রমুগ্ধের মতো উপভোগ করেছেন কবিতা’র বিকেলের নিজস্ব পর্বটি।

বিরতিতে কবিতা’র বিকেলের সদস্যসহ আরো অনেকের পক্ষ থেকে পরিবেশন করা হয় হরেকরকমের মুখরোচক দেশীয় খাবার। এ পর্বে অংশগ্রহন করেন- অমিয়া মতিন, শাহিন শাহনেওয়াজ, লিলি গমেজ, দিনা ইভানা, এ্যাঞ্জেলিনা ঢালী, বেঞ্জামিন গমেজ, সুলতানা নূর, শহিদুল আলম খান, বিলকিস রহমান, তাসফিক রহমান লিটন।

সরোদ- তানিম হায়াত খান রাজিত
তবলায়- বিজয় সাহা
গীটারে- রাকিব ফেরদৌস

গ্রন্থনা ও সঞ্চালনায়- লরেন্স ব্যারেল

.

আগত অতিথিদের অংশগ্রহনে দ্বিতীয় পর্বটি ছিলো অনেক চমৎকার ।প্রানবন্ত এ পর্বে শুভ্চ্ছা জ্ঞাপন এবং গঠনমূলক আলোচনা করেন- গোলাম মোস্তফা, গামা আব্দুল কাদির, আবু রেজা আরেফিন ও নেহাল নেয়ামুল বারী। আবৃত্তি করেন নুসরাত জাহান স্মৃতি, স্বরচিত কবিতা পাঠ করেন কবিতা চাকমা ও ডঃ মোহাম্মদ আলী। এছাড়া গানে অংশগ্রহন করেন বনিফাস গমেজ, দিনা ইভানা, সাকিনা আক্তার, এ্যালেন গমেজ ও অমিয়া মতিন।

বিশেষ সহযোগিতা করেন- জেসমিন কর্মকার, ডেইজী বিশ্বাস, মনীষা হালদার, সীমা কর্মকার ও এডওয়ার্ড চৌধুরী।

অনুষ্ঠান পরিকল্পনায়- অমিয়া মতিন ও ন্যান্সী ব্যারেল
মঞ্চ ও হল সজ্জায়- লরেন্স ও ন্যান্সী ব্যারেল
শব্দ নিয়ন্ত্রনে- আব্দুল মতিন ও রথীন্দ্রনাথ ঢালী
ভিডিও ধারনে- এডওয়ার্ড অধিকারী।
সংবাদ বিজ্ঞপ্তি। 
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments