প্রশান্তিকা ডেস্ক: সিডনিতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। করোনার এই নতুন ওয়েভে এটিই প্রথম মৃত্যু। নিউ সাউথ ওয়েলস রাজ্য প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিইন আজ এক সংবাদ সম্মেলনে বলেন, মৃত ব্যক্তি বয়স্কা নারী গতকাল শনিবার লিভারপুল হাসপাতালে মারা যান। তাঁর বয়স ছিলো ৯০ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁর ভ্যাকসিন নেয়া ছিলোনা বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গত ২৪ ঘন্টায় ৭৭ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে ৫২ জন হাসপাতালে রয়েছে। যাদের মধ্যে ১৫ জন আইসিইউতে। ৫ জন ভেন্টিলিশনে। আক্রান্তদের অধিকাংশই সিডনির সাউথ-ওয়েস্ট সাবার্ব এলাকার।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, গতকাল ১০৬ জনকে কোভিড আইন ভঙ্গ করার জন্য জরিমানা করা হয়েছে। যাদের অধিকাংশই সাউথ ওয়েস্ট এলাকায়। প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিইন বলেন, আক্রান্তের সংখ্যা এতই বাড়ছে যে আগামীকাল ১০০ জন আক্রান্তের খবরেও তিনি অবাক হবেন না। চলমান লকডাউন আগামী ১৭ জুলাই শেষ হওয়ার কথা। আরও বাড়ানো হবে কিনা এ প্রশ্নের জবাবে প্রিমিয়ার বলেন, আক্রান্তের সংখ্যা কমের দিকে আসলে কিংবা জিরো হতে থাকলে বলা যেতো যে লকডাউন শেষ হবে। এই মুহূর্তে তাই তিনি লকডাউন শেষ হওয়ার বিষয়ে কোন কিছু বলতে পারেননি।