সিডনিতে গামা আব্দুল কাদিরের ৭৪ তম জন্মদিন উদযাপন

  
    
প্রশান্তিকা ডেস্ক : সিডনি প্রবাসী প্রবীণ রাজনীতিবীদ, কমিউনিটি নেতা গামা আব্দুল কাদিরের ৭৪তম জন্মদিন উপলক্ষে গত রোববার এক মিলনমেলা আয়োজিত হয়েছিলো লাকেম্বার ধানসিঁড়ি রেস্টুরেন্টে।
মধ্যমনি গামা আব্দুল কাদির কেক কেটে উদযাপন করছেন তাঁর ৭৪তম জন্মদিন।
গামা আব্দুল কাদির ১৯৪৯ সালে ২ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার  লৌহজং থানায় জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ১ জানুয়ারি তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে আসেন। পেশাদার কাজে ও ব্যবসার পাশাপাশি তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে আত্মনিয়োগ করে আসছেন।
ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্ত শুভেচ্ছা জানাচ্ছেন।
গামা আব্দুল কাদিরের জন্মদিন উদযাপনে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্টজন, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবীদ। তারা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাকে ।তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করা হয়। চমৎকার একটি সংগীত সন্ধ্যা, সংক্ষিপ্ত আলোচনা এবং ডিনার অনুসরন করে এই বর্নাঢ্য অনুষ্ঠানটি শেষ হয়। এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাকসুদুর রহমান চৌধুরী সুমন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সফিকুল আলম, গিয়াস উদ্দিন মোল্লা, লিয়াকত আলী লিটন ও অপু সারোয়ার ।
সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন কৃষিবিদ কাইউম পারভেজ, কবিতা পারভেজ, ড. মোহাম্মদ আলী, অজয় দাশগুপ্ত, সফিকুল আলম, গিয়াস উদ্দিন মোল্লা, এনামুল হক ভূইয়া, জালাল আহমেদ, মারজিয়া জালাল, ইন্জিনিয়ার মতিন, অমিয়া মতিন, কায়সার আহমেদ, আব্দুল জলিল, নির্মল্য তালুকদার, আবু তারিক, ড. শাখাওয়াৎ নয়ন, অনিলা পারভিন, আতিক হেলাল, আরফিনা মিতা, কাজি সুলতানা শিমি, মোস্তাফিজুর রহমান, নুসরাত জাহান স্মৃতি, শেখ হৃদয়, পল মধুসহ অনেকে। গান পরিবেশন করেন আতিক হেলাল , আরফিন মিতা, মিয়া মতিন ও শাহানা চৌধুরী।
আবু তারিকের সাথে গামা আব্দুল কাদির
গামা আব্দুল কাদির উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ দেন এমন একটি চমৎকার উপহার দেয়ার জন্য। আবেগে আপ্লুত  কন্ঠে সবাইকে দোয়া করতে বলেন যেন আগামী বছর যেন সবার মাঝে উপস্থিত থাকতে পারেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments