প্রশান্তিকা ডেস্ক: আগামী ৩ ও ১০ আগস্ট সিডনির লাকেম্বা’র জুবিলী রিজার্ভ পার্কে ‘গ্র্যান্ড লাকেম্বা ঈদ বাজার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ উপলক্ষে আয়োজক ‘লেইস ফিতা সিডনি ইনক’ গত শনিবার স্থানীয় রেস্টুরেন্টে একটি সাংবাদিক ও সুধী সম্মেলনের আয়োজন করে। লেইস ফিতার সত্ত্বাধিকারী তাম্মি পারভেজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পুরোপুরি বাংলাদেশের ঈদের আমেজ ও আনন্দ বাংলাদেশীদের মাঝে ছড়িয়ে দেয়া এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী ঈদের সম্পূর্ণ কেনাকাটা যাতে ক্রেতারা একই স্থানে করতে পারে সেই উদ্দেশ্যেই তারা প্রথম বারের মত বড় পরিসরে আউটডোরে এই মেলার আয়োজন করতে যাচ্ছেন। মেলার আয়োজকদের পক্ষে মাসুদ পারভেজ জানিয়েছেন, এই মেলার প্রধান উদ্দেশ্য সিডনির ক্ষুদ্র ব্যবসায়ী যারা ফেসবুক বা অনলাইনে ব্যবসা করছেন তাদের ব্যবসাকে প্রমোট করা। এই মেলায় থাকছে প্রায় ৩০ টি বিভিন্ন ধরণের স্টল।
মেলাটি কুরবানীর ঈদের আগের দুই উইকেন্ডে সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। ক্যান্টারবেরী-ব্যাঙ্কসটাউনের দুই বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু ও মোহাম্মদ নাজমুল হুদা এই ঈদ বাজার ইভেন্টের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং একই সাথে বাংলাদেশী কমিউনিটিকে এই ঈদ বাজারে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে প্রশ্ন ও মন্তব্য করে সহায়তা করেছেন আউয়াল খান (বাংলাকথা), আল নোমান শামীম (মুক্তমঞ্চ), ফজলে রাব্বী (অজবাংলা বুলেটিন), আবুল কালাম আজাদ (নবধারা), এস এম আমিনুল রুবেল (সময় টিভি), ফাহাদ আসমার (প্রশান্তিকা) সহ প্রমুখ সম্পাদক ও সাংবাদিকরা।