প্রশান্তিকা ডেস্ক: গত ১৯শে জানুয়ারী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহূদলীয় গনতন্ত্রের প্রবর্তক বাংলাদেশী জাতীয়তীবাদের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্ম বার্ষিকী পালন করল জিয়া ফোরাম অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশীর এই ক্ষনজন্মা পুরুষের জন্মদিন পালন করে থাকে। এবার জিয়া ফোরাম অস্ট্রেলিয়া শহীদ জিয়ার কর্মময় জীবনীর উপর এক আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করে। একই সাথে এই দিনটিকে আরো মহিমান্বিত করতে জিয়া ফোরাম অস্ট্রেলিয়া, সিডনীর ভয়াবহ বুশফায়ারের ক্ষতিগ্রস্তদের পরিবারের সাহায্যার্থে ফান্ড রাইজিংয়ের উদ্যোগ নেয়। শুধু জিয়া ফোরামের সদস্যরা এই ফান্ডে টাকা জমা দেন।

এই আলোক চিত্র প্রদর্শনী লাকেম্বার বনফুল রেষ্ট্রুরেন্টের উপর তলায় বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়।
এই প্রদর্শনীতে সিডনীর অসংখ্য গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। এর মধ্যে নিউ সাউথ ওয়েলস্ পার্লামেন্টের এসিসটেন্ট স্পিকার মার্ক কুরী এম পি, ক্যান্টারবুরী ব্যাংকসটাউনের কাউন্সিলর শাহে জামান টিটু, বিএনপি অস্ট্রেলিয়ার আহবায়ক ড. প্রফেসর হূমায়ের চৌধুরী রানা, সদস্য সচিব মোহাম্মদ হায়দার আলী, আই রাইটস এর হাবিবুর রহমান, জিয়া ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হক, সাধারন সম্পাদক সোহেল মাহমুদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক জাকির আলম লেনিন, আশরাফুল আলম, মো. ফরিদ মিয়া, মন্জুরুল ইসলাম আলমগীর, ফয়জুর চৌধুরী, মিতা কাদরী, সায়দ তানবীর আলম, মিয়া রাকিবুল আলম অপু, ইয়াসির আরাফাত অপু, হাজী ইউসুফ আলী,মিজানুর রহমান, মাহমুদা আরাফাত রেনু, সালমা বেগম, আনিসুর রহমান, সা’দ সামাদ, তাফতুন নাইম নিতু সহ আরো অনেকে।
সংবাদ বিজ্ঞপ্তি।