প্রশান্তিকা ডেস্ক: অস্ট্রেলিয়া আওয়ামী লীগ সদ্য প্রয়াত শিক্ষক, সংগঠক, রাজনীতিবীদ ও সিডনি বাঙ্গালী কমিউনিটির প্রাণপুরুষ ড. আব্দুর রাজ্জাক স্মরণে সিডনিতে আগামীকাল শনিবার এক নাগরিক শোক সভার আয়োজন করেছে। অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল সদ্য প্রয়াত সম্মানিত সভাপতি ডঃ আব্দুর রাজ্জাকের নাগরিক স্মরণসভার সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
আগামীকাল ৪ঠা জানুয়ারী ২০২০, শনিবার বিকেল ৬টায় সিডনির রকডেলের স্টার কাবাব হল রুমে অনুষ্ঠিতব্য এই শোক সভায় উপস্থিত থাকবেন তাঁর ভক্ত, অনুরাগী, কর্মী, শিক্ষক, সাংবাদিক, সুধীজন সহ সকলে।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলাউদ্দীন আলোকের আমন্ত্রণে এই শোকসভার বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজ্জাক ভাই স্পর্শ করেছেন অগণিত জীবনকে। ক্ষনজন্মা-আপদমস্তক দেশপ্রেমিক, বোধে স্থিতধি সবার প্রিয় রাজ্জাক ভাই ছিলেন আমাদের দ্বিতীয় ভূবনের প্রধানতম সাহসী পুরুষ। এই নাগরিক শোক সভায় রাজ্জাক ভাইয়ের প্রতি শেষ সম্মান জানানোর জন্য সকলকে আহবান জানাচ্ছি।”
অস্ট্রেলিয়া আওয়ামী লীগ আয়োজিত এই “নাগরিক স্মরণ সভা”য় সবাই উপস্থিত থাকবেন বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য অধ্যাপক আব্দুর রাজ্জাক গত ২২ ডিসেম্বর সিডনিতে ইন্তেকাল করেন।