সিডনিতে ‘তাল সে তাল মিলা’য় গান গাইবেন সৃজনী দান 

  
    


সাকিনা আক্তার: অপার বাংলার শিল্পী সৃজনী দান। বাস করছেন সিডনিতে। প্রবাসে দুই বাংলারই দর্শক নন্দিত শিল্পী তিনি। বিশেষ করে রাগ প্রধান গানে তাঁর জুড়ি মেলা ভার।
‘হার্ট এন্ড সোল’এর পরিবেশনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “তাল সে তাল মিলা – ৩। সিডনির প্যাসিফিক খৃষ্টান স্কুল অডিটোরিয়ামে সুরের এক জাদু উপহার নিয়ে আসবেন সিডনির অনবদ্য আকর্ষণীয়া সুকন্ঠী সৃজনী দান।
অস্ট্রেলিয়ার সেরা সব যন্ত্র শিল্পীরা দেখাবেন অবিস্মরণীয় চমক।

শিল্পী সৃজনী’র সঙ্গে সাকিনা আক্তার

তারিখ – ৯ ফেব্রুয়ারি ২০১৯
সময় – সন্ধ্যা ৬:৩০।
স্থান – সিডনির প্যাসিফিক খৃষ্টান স্কুল অডিটোরিয়াম
অনলাইনে অনুষ্ঠানের প্রবেশপত্র – DRYTICKETS.COM.AU
টিকেট বিক্রির হটলাইন – 0452 337 387
একদম শুরুর সীমিত সংখ্যক ক্রেতার জন্য ১০% ডিসকাউন্ট।
অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমন্ত্রন জানাচ্ছি সিডনিবাসী সকলকে এক সাথে হারাতে সৃজনীর সুরের মূর্ছনায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments