প্রশান্তিকা ডেস্ক : আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে বাংলা চলচ্চিত্র ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা আশুতোষ সুজন। ছবিটি শনিবার সিডনির ব্যাংকস্টাউনে হয়টস্ সিনেমায় সন্ধ্যা ৬টায় শুভমুক্তি হবে। বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়ায় ছবিটি পরিবেশনা করছে। টেলিভিশনের জন্য অনেক নাটক বা ফিকশন নির্মান করলেও সুজনের এটিই প্রথম সিনেমা যেটি বড় পর্দায় দেখানো হচ্ছে।

কবি নির্মলেন্দু গুণের কন্যা মৃত্তিকার সাথে ঘর বাঁধার পরে তার কাজটা আরও সহজতর হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে। পুরো পরিবার নিয়ে তিনি এই মুহূর্তে সিডনি রয়েছেন। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত আশুতোষ সুজন বলেন, “ আমি শুনেছি সিডনির দর্শকেরা ভালো বাংলা সিনেমা দেখেন। দেশান্তর এর আগে বাংলাদেশসহ পৃথিবীর যেখানেই প্রদর্শিত হয়েছে, খুব প্রশংসিত হয়েছে। আমি আশা করছি যে, আমরা সবাই মিলে হলে সিনেমাটি দেখবো।”

সিনেমায় অন্নপূর্ণা নামের এক মধ্যবয়সী নারীর ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী। দেশভাগের সময় আশপাশের অনেকেই চলে গেলেও তিনি বাংলাদেশেই থেকে যান। দেশভাগের গল্পে মানুষের দেশান্তরি হওয়ার গল্পই সাধারণত উঠে আসে, কিন্তু এই সিনেমায় অন্নপূর্ণাদের দেশে থেকে যাওয়ার গল্প তুলে আনা হয়েছে। মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন আহমেদ রুবেল। জুটি হিসেবে রয়েছে ইয়াশ রোহান ও টাপুর। ছবিতে আরও অভিনয় মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিকসহ আরও অনেকে।

বঙ্গজ ফিল্মস’র তানিম মান্নান বলেন, আশুতোষ সুজনের এই ছবিটা ছাড়াও সিডনিতে আরও তিনটি নান্দনিক সিনেমা চলছে। দেশান্তরের গল্পের পরতে পরতে দর্রশকেরা পরিপূর্ণ তৃপ্তি পাবেন বলে তিনি জানান। যারা একটু গল্পনির্ভর ছবি দেখতে পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত একটি ছবি । মাটি ও মানুষের গল্পটিকে অসাধারণ করে তুলেছে দু‘টি চরিত্র ইয়াশ রোহান এবং টাপুর। ছবিটির টিকেট এবং অন্যান্য তথ্যের জন্য ভিজিট করতে পারেন https://bongozfilms.com ওয়েবসাইটে। যে কোন তথ্য জানতে দর্শক কল করতে পারবেন +61406063058 নম্বরে।