প্রশান্তিকা ডেস্ক: সিডনিতে আগামী ২৯ ফেব্রুয়ারীতে নটরডেম অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী নটরডেম কলেজের অসংখ্য প্রাক্তন ছাত্র অস্ট্রেলিয়ায় বাস করেন। তাদের সবাইকে একত্রিত করে একটা মিলনমেলার আয়োজন করাই এই পুনর্মিলনীর প্রধান উদ্দেশ্য।
আয়োজকেরা জানিয়েছেন, ২৯ ফেব্রুয়ারি শনিবার বিকেল পাঁচটায় সিডনির রাইডের সিভিল হলে এক বর্ণিল অনুষ্ঠানে মিলিত হবেন নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। এতে আমন্ত্রিত হয়ে আসছেন নটরডেম কলেজের বর্তমান প্রিন্সিপাল ড. ফাদার হেমন্ত পিয়াস রোজারিও(সিএসসি)।
আয়োজকেরা অস্ট্রেলিয়াপ্রবাসী সব নটরডেমিয়ানকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আগ্রহীরা নীচে দেয়া ফেসবুক ও ওয়েব লিংকে নটরডেম কলেজ অ্যালামনাই পুনর্মিলনীর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।
ফেসবুক লিংক: <facebook.com/groups/NotredamianAlumniAustralia/>
ওয়েব লিংক: <www.ndcalumni.org.au> ।
Great content! Super high-quality! Keep it up! 🙂