
প্রশান্তিকা ডেস্ক: সিডনিতে সাবাহ হাফিজ (২৩) নামে এক বাংলাদেশী নারী নিহত হয়েছেন। সাবাহ হত্যার অভিযোগে নিউ সাউথ ওয়েলস পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করেছে। এবিসি মিডিয়া সূত্রে জানা গেছে, গত বুধবার ভোরে সিডনির ওয়েন্টওয়ার্থভিল সাবার্বে সাবাহ’র অস্বাভাবিক মৃত্যু হয়। সাবাহ অস্ট্রেলিয়া মূলধারার বিনোদন মাধ্যমে মডেলিং এবং অভিনয় পেশার সাথে জড়িত ছিলেন বলে ডেইলি মেইল পত্রিকা উল্লেখ করেছে। অন্যদিকে এসবিএস বাংলা সূত্রে জানা গেছে, নিহত সাবাহ বাংলাদেশী বংশদ্ভুত তরুণী।

জানা গেছে, সাবাহ’র লেন স্ট্রিটের এপার্টমেন্টের প্রতিবেশী ভোররাত দুইটা ৪০ মিনিটে এমারজেন্সী কল করেন। প্যারামেডিকরা মারাত্মক জখম সাবাহকে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্যারামেডিক জানিয়েছে।

পুলিশ গতকাল সিডনির মারুব্রা থেকে সাবাহ হত্যার সাথে যোগসূত্র থাকতে পারে সন্দেহে তাঁর স্বামী এডাম কিইরটনকে গ্রেফতার করেছে। তাকে মারুব্রা পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিটেক্টিভ এক্টিং সুপারইনটেন্ডেন্ট সাইমন গ্ল্যাসার বলেন, পুলিশ ধারণা করছে সাবাহকে প্রচন্ড প্রহার করা হয়েছে, তবে কি ধরণের অস্ত্র ব্যবহার করা হয়েছে- জানা যায়নি। ওয়েন্টওয়ার্থভিলের একই এপার্টমেন্টে সাবাহ তাঁর স্বামী এডামের সাথে থাকতেন। পুলিশ ঘটনাটি তদন্তে বিশেষ স্ট্রাইক ফোর্স গঠন করেছে।
সাবাহ’র মা সোনাহ হাফিজ মিডিয়াকে বলেন, বেশি দিন হয়নি এডামের সাথে সাবাহ’র বিয়ে হয়েছিলো। তবে তিনি কখনই এডামকে দেখেননি।