অনীলা পারভীন: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পথ, সেই পথটুকু তো আর কিছুই নয়, একটি গল্প মাত্র। সেই গল্প কখনো আনন্দ, কখনো বেদনার। কিন্তু আমরা আমাদের গল্পটা ক’জনকে শোনাতে কিংবা জানাতে পারি? আমাদের অতি সাধারণ গল্পটাই হয়তো হতে পারে আরেকজনের পথচলার অনুপ্রেরণা। যে জীবনটাকে আমরা ভাবছি একটি গতানুগতিক আখ্যান, সেটাই হতে পারে কারো জন্য কাঙ্খিত জীবন। একজনের গল্পে আরেকজন পেতে পারে সাহস, মনোবল অথবা নির্মল আনন্দ।
সেসব জীবনমুখী গল্প নিয়েই, সিডনি তথা অস্ট্রেলিয়ার বাঙ্গালি, বাংলাদেশী নারীদের অংশগ্রহণে প্রথমবারের মতো আমাদের এই আয়োজন ‘আমাদের গল্প- Untold Stories’।
আপনি আসুন, আপনার বন্ধুদেরকেও নিয়ে আসুন।
স্থানঃ গ্লেনফিল্ড কমিউনিটি হল, ১০ নিউটন রোড, গ্লেনফিল্ড
কালঃ ২০ অক্টোবর, ২০১৯
সময়ঃ বিকেল ৩টা।
ইভেন্ট পেইজঃ https://www.facebook.com/events/947166808966671/
Subscribe
Login
0 Comments