কামরুল ইসলাম: গতকাল ১লা সেপ্টেম্বর রোববারে সিডনি রকডেলের নিউ ষ্টার কাবাব ফাংশন হলে অস্ট্রেলিয়ায় বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় সন্ধা ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান। স্থানীয় নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির উপর নির্ভর করছে দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা। তাঁরা বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠার ইতিহাস এবং দল ক্ষমতা থাকাকালীন দেশের সাফল্যে ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তবাদী দল অস্ট্রেলিয়া শাখার দলীয় নেতাকর্মী, সমর্থক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা। বক্তৃতা পর্বের শেষে আগত সকলে নৈশভোজ আর মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।