সিডনিতে বিডি হাবের বিজয়মেলা ১৮ ডিসেম্বর

  
    
প্রশান্তিকা ডেস্ক : সিডনির বাংলাদেশী অধ্যুসিত ক্যাম্পবেলটাউনের মিন্টোতে ১৮ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হচ্ছে বিশাল বিজয়মেলা। মেলা উপলক্ষে অস্ট্রেলিয়ায় আসছেন বাংলাদেশের প্রখ্যাত লালন শিল্পী শফি মণ্ডল এবং দীপা। ‘চলো বিজয়ী বীর, বাঙালির সেই বিজয় মেলায়’ এই শ্লোগানকে সামনে রেখে বিজয় মেলাটি আয়োজন করছে বিডি হাব সিডনি।
বিডি হাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সৈয়দ মিঠু প্রশান্তিকাকে জানান, “ অত্র এলাকায় বাস করেন অসংখ্য বাঙালি, তাদের কথা মনে রেখেই আমরা প্রধান কেন্দ্রবিন্দু মিন্টোতেই এই আয়োজন করছি। এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থান থেকে আগ্রহী প্রবাসিরা মেলায় অংশ নিচ্ছেন। মেলায় প্রবেশ এবং গাড়ি পার্কিং সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে।”
উল্লেখ্য, এর আগে বিডি হাব বিশাল আকারে ঈদ মেলা অনুষ্ঠিত করেছে। সেটিও ব্যাপক সাফল্য লাভ করে।
শফি মণ্ডল বাংলাদেশের প্রখ্যাত শিল্পী। লালনের গানে তিনি ভীষণ জনপ্রিয়। নিজে গান গাওয়া ছাড়াও তাঁর হাতে গড়ে উঠেছে অসংখ্য শিল্পী। শফি মণ্ডলকে এরকম একটি আয়োজনে রাখতে পেরে বিডি হাব প্রশংসার দাবিদার। সকলে আশা করছেন বিডি হাবের এই বিজয়মেলা খুব সার্থক হবে।
বিজয়মেলার প্রধান পৃষ্ঠপোষক Genofax ও Educube. ১৮ ডিসেম্বর মিন্টোর ৩৭-৪১ লিংকন স্ট্রিটের ভেন্যুতে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বিজয়মেলা। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ফুড ও ফ্যাশন স্টল, ফেইস পেইন্টিং, নাচ, গান সহ বিভিন্ন আয়োজন থাকবে। মেলায় স্টল নিতে আগ্রহীরা পোস্টারে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments