প্রশান্তিকা ডেস্ক : একটি ব্যাতিক্রমী উদ্যোগ নিয়ে আগামী ৫ মার্চে সিডনির জনপ্রিয় ব্যান্ড ‘মাচা’ আসছে দর্শক মাতাতে। অস্ট্রেলিয়ায় জন্ম ও বেড়ে ওঠা সাত তরুণ শিল্পী যারা ইতিমধ্যে তাদের অনবদ্য সঙ্গীত প্রতিভার স্বাক্ষর রেখেছে বৃহত্তর অস্ট্রেলিয়ান কমিউনিটিতে – তাদের সাথে করে মঞ্চ কাঁপানো বাংলা গান নিয়ে ‘মাচা’র এবারের আয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের সাথে দেশীয় সংষ্কৃতির মেলবন্ধনের এই উদ্যোগকে সফল করতে সকলের উৎসাহ ও অংশগ্রহণ একান্তভাবে কামনা করেছেন আয়োজকেরা।
আয়োজকেরা জানান, ‘ আমাদের পরিবেশনা নিরবিছিন্নভাবে উপভোগ করার সুযোগ করে দিতে আমরা পাঁচ বছরের নীচের শিশুদের জন্য এন্টারটেইনমেন্ট সহ পেশাগত কর্মীদের দিয়ে পরিচালিত চাইল্ড কেয়ারের ব্যবস্থা রেখেছি। গর্ভবতী ও এক বছরের কম বয়সী শিশুর মায়েদের জন্য শব্দ নিয়ন্ত্রিত রুমে বসার ব্যবস্থা থাকবে এবং নামাজ পড়ার ব্যবস্থা থাকবে।’ মাচা ব্যান্ডের সদস্যরা হলেন- আদিল ( লিড গীটারিস্ট ), আহসান ( ড্রাম ), আলী ( প্যাড ড্রাম ), এহসান ( ভোকাল ), সোহেল ( বেস গীটার ), সুবীর ( তবলা ), তাইফ ( সিনথো. এন্ড কী বোর্ড )। এবারের অনুষ্ঠানে যারা পরিবেশন করবেন তারা হলেন-
আদ্রিতা রহমান ( ভোকাল ), ইয়ার ১০; রোহান রহমান ( তবলা ), ইয়ার ৮; নাবিলা আফ্রিদা ( ভোকাল ), ইউনিভার্সিটি ৩য় বর্ষ; সুমাইল আহমেদ ( গীটার ), ইয়ার ৯; ফাবিহা সিদ্দিক ( ভোকাল ও বাঁশি ), ইউনিভার্সিটি ৩য় বর্ষ; রূপন্তী পাল ( ভোকাল ), ইয়ার ৬; রুশনান ( ভোকাল ও কীবোর্ড ) এইএসসি পাশ ২০২২।
তারিখ – ৫ই মার্চ ২০২২ (শনিবার) সন্ধ্যা ৭.৩০টা
স্থান – লিবার্টি হিল ক্রিস্টিয়ান সেন্টার, ২এ ব্রাঙ্কার রোড, চুলোরা, সিডনি ২১৯০
প্রতি টিকিটের মূল্যঃ ২০ ডলার
শিশু বিনোদন কেন্দ্র – ৫ ডলার (শিশুদের জন্য আয়োজন:ম্যাজিক শো, ফেইস পেইন্টিং, বেলুন-খেলনা সহ শিশুদের অন্যান্য এক্টিভিটি)
Event Link – https://fb.me/e/2nopspqSF
For tickets click – www.trybooking.com/BSOBY