প্রশান্তিকা ডেস্ক : গতকাল ৫ ডিসেম্বর রাতে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী এক তরুন সাদমান আহমেদের (২০) মৃত্যু হয়েছে ( ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজেউন)। জানা গেছে, সাদমান আহমেদ নিজে মোটরবাইক চালাচ্ছিলেন। গতকাল রাতে লিভারপুল হাসপাতালে তার মৃত্যু হয়।
সাদমানের বাবা ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’র সাবেক সাধারন সম্পাদক আলী আহমেদ মিলন। তিনি অস্ট্রেলিয়া বনফুল রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও কর্নধার ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সাদমানের নামাজে জানাযা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, গত দু’মাসে দূর্ঘটনায় পর পর মৃত্যুর ঘটনায় এমনিতেই বাংলাদেশী কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে। সাদমানের মতো ২০ বছরের তরুনের এই মৃত্যুতে তার পরিবার ও কম্যুনিটিতে আরও শোক সৃষ্টি হয়। আমরা প্রশান্তিকার পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।