প্রশান্তিকা ডেস্ক: আগামী ৩১ আগস্ট শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় আ্যলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া বা রুয়া’র বার্ষিক সাধারণ সভা ও পূনর্মিলনী অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী, শিক্ষক, অফিসার, স্টাফ এমনকি এই বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভূক্ত কলেজের সকলে এই আ্যলুমনাইয়ের সদস্য।
রুয়ার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিডনির আ্যবটসবুরীর প্লাউ এন্ড হ্যারো পার্কে পূনর্মিলনী অনুষ্ঠিত হবে। উক্ত সভায় রুয়া’র নির্বাহী কমিটি গঠিত হবে। আগ্রহী ও সংশ্লিষ্টদের রুয়া’র প্রেস রিলিজে দেয়া ব্যক্তিদের সাথে যোগাযোগ করে বার্ষিক সভা ও পূনর্মিলনীতে যোগদান করতে অনুরোধ করা হয়েছে।