প্রশান্তিকা ডেস্ক: সিডনিতে ইউটিএস ইউনিভার্সিটি অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র আজ এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর নাম বিজয় পাল। তিনি বৃহত্তর টাংগাইল জেলার মেধাবী ছাত্র।

জানা গেছে, আজ শনিবার সিডনির কোগারাহ ম্যাকডোনাল্ডস সংলগ্ল ক্রসিংয়ে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিজয় পাল ‘উবার ফুডস’ এ পার্টটাইম ডেলিভারি জব করতো। দুর্ঘটনার সময় বিজয় উক্ত ক্রসিংয়ে একটি ফোর হুইল ড্রাইভ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা লাইফসাপোর্ট দেয়ার চেস্টা করেন। এর কিচ্ছুক্ষন পরেই বিজয় মারা যান।
উল্লেখ্য, বিজয় পাল সিডনির প্রখ্যাত ইউটিএসএ মাস্টার্সে পড়তেন এবং অত্যন্ত মেধাবী হিসেবে শিক্ষকদের প্রিয়পাত্র ছিলেন। বিজয় পালের এক বোনও ছাত্রী হিসেবে সিডনি থাকেন। বিজয় পাল পিতা-মাতার একমাত্র ছেলে সন্তান ছিলেন। বিজয় পাল টাঙ্গাইলের বিন্দুবাসিনী স্কুল এবং ঢাকার আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ইইই বিভাগের সাবেক ছাত্র ছিলেন। সবশেষ খবরে জানা গেছে, বিজয় পালের লাশ বাংলাদেশে পাঠানোর কার্যক্রম হাতে নেয়া হয়েছে।