প্রশান্তিকা রিপোর্ট: সিডনির ছোট্ট বাংলাদেশ খ্যাত লাকেম্বায় রয়েছে প্রয়াত কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতিকৃতি। গতকাল ১৩ নভেম্বর তাঁর জন্মদিনে তাঁর প্রতিকৃতির সামনে প্রতিবারের মতো এবারও সমবেত হয়েছিলেন তাঁর ভক্ত ও পাঠকেরা। গ্রামীণ রেস্টুরেন্টের দোতলায় লেখক আরিফুর রহমানের উদ্যোগে হুমায়ূন আহমেদের জন্মদিনে কেক কেটে উৎসবে মিলিত হন প্রবাসী লেখক, কবি, শিল্পী এবং পাঠকেরা। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ রেস্টুরেন্টের কর্ণধার আশরাফ ও মিরাজ হোসেন, স্বদেশ বার্তার ও স্বদেশ এন্টারটেইনমেন্টের প্রধান ফয়সাল আজাদ, সঙ্গীত শিল্পী ফয়সাল চৌধুরী, আলোকচিত্রী ও কবি ফাহাদ আসমার, মঞ্চ অভিনেত্রী শাহীন আক্তার স্বর্ণা, সাংবাদিক তুষার তাশু, মাহফুজ প্রমুখ।
উল্লেখ্য, প্রয়াত হুমায়ূন আহমেদ স্মরণে গ্রামীণ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এই প্রতিকৃতিটি নির্মাণের উদ্যোগ নেয়। শিল্পী প্রিতম এটি এঁকেছেন। প্রতিদিন দূর দুরান্ত থেকে বাঙালিরা কেবল এই প্রতিকৃতিটি দেখতে গ্রামীণে আসেন। গতবছর হুমায়ূন আহমেদের ভাই ড. মুহম্মদ জাফর ইকবাল সস্ত্রীক এটি পরিদর্শন করেন। সেসময়ে তিনি শিল্পের নিপুনতায় বিস্ময় প্রকাশ করে বলেন, ‘তোমরা এটা করেছো কি!’