প্রশান্তিকা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে মুজিব বর্ষ ও সুবর্ণ জয়ন্তী বাংলা চলচ্চিত্র উৎসব, সিডনি, ২০২১’ শিরোনামে প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র নিয়ে আয়োজিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র উৎসব।
উৎসবটি ২৩ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে সিডনির মুর পার্কে অবস্থিত জনপ্রিয় প্রেক্ষাগৃহ হয়টস্ এন্টারটেইনমেন্ট কোয়ার্টারে প্রদর্শিত হবে ইতিহাসভিত্তিক ডকুড্রামা ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’। এই ডকুড্রামাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের গল্পগুলো নিয়ে নির্মিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও দেখা যাবে তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের। উঠে আসবে শেখ হাসিনার সাধারণ জীবনের বেশ কিছু মুহূর্ত যেখানে তাঁকে দেখা যাবে কখনো মেয়ে, কখনো মা, কখনো বোন আর কখনো জননেত্রীর ভূমিকায়।
মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত তৌকির আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আগামী ২৭ নভেম্বর হয়টস্ ব্ল্যাকটাউন প্রেক্ষাগৃহে। এছাড়াও একই প্রেক্ষাগৃহে ২৮ নভেম্বর দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। ছবিতে মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রজন্মের স্ফুলিঙ্গের গল্প উঠে আসবে।
এ আয়োজনের ফলে বাংলা চলচ্চিত্র এবং বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে স্থানীয়দের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে বলে আশা করা যায়।
এ উৎসব আয়োজনে কনস্যুলেটকে কারিগরি সহায়তা প্রদান করেছে বঙ্গজ ফিল্মস। টিকেটের জন্য আগ্রহী দর্শকেরা যোগাযোগ করতে পারেন https://bongozfilms.com/ লিংকে।
সংবাদ বিজ্ঞপ্তি।