প্রশান্তিকা ডেস্ক পিঠা আমাদের খাদ্য তালিকার সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ। অনাদিকাল থেকে এই খাদ্যাভ্যাস আমাদের সংস্কৃতি ও কৃষ্টির সাথেমিশে গিয়েছে গভীর আবেগে।
এই প্রবাসে পিঠার স্বাদ বঞ্চিত বাঙালির রসনা তৃপ্ত করতে এবং আগামী প্রজন্মকেও আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের অংশীদার করতে গত দুই দশকের ধারাবাহিকতায় এবারও আয়োজন করতে যাচ্ছে শীতের পিঠা উৎসব।
আগামী ১৯শে জুন রবিবার দিনব্যাপী বাহারী আয়োজনের পিঠার সমাহারে বর্ণিল হবে পিঠা উৎসব। সারাদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানেমঞ্চ আলোকিত করবে স্কুলের ছাত্রছাত্রী এবং সিডনির প্রখ্যাতশিল্পীবৃন্দ।
অনুষ্ঠানের তারিখ: ১৯শে জুন, রবিবার।
অনুষ্ঠানের স্থান: গ্রেগ পার্সিভাল কমিউনিটি হল, ইঙ্গেলবার্ন।
সময়: সকাল ১০টা থেকে বিকাল ৫টা।
ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সার্বিক উন্নয়নে তহবিল সংগ্রহার্থেঐতিহ্যেবাহী পিঠা উৎসবে সবাই সপরিবারে ও সবান্ধব আমন্ত্রিত।
সংবাদ বিজ্ঞপ্তি।