প্রশান্তিকা ডেস্ক : গতকাল সাপ্তাহিক ছুটির শেষদিন ২০ শে ফেব্রুয়ারির বিকেলে সিডনির বেলমোরের পিল পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশে একাডেমি অস্ট্রেলিয়া, প্রতীতি, রংধনু, সিডনি বাঙ্গালী কমিউনিটি, কিশলয় কচিকাঁচা, যুবলীগ অস্ট্রেলিয়া, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া, ভবের হাট ছাড়াও অন্যান্য সংগঠনের প্রতিনিধিগণ সিডনির বিভিন্ন প্রান্ত থেকে একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য এই পার্কে ছুটে আসেন।
প্রথমে সুশৃঙ্খলভাবে “আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” গান গেয়ে মাতৃভাষা স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন একে একে সবাই। পরবর্তীতে কিছু সংক্ষিপ্ত কথা বলেন সংগঠনের প্রতিনিধিগণ। একুশ ও বাংলাদেশ নিয়ে সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সন্ধ্যা নামার আগেই শেষ হয়।
সংবাদ বিজ্ঞপ্তি।