প্রশান্তিকা ডেস্ক: সিডনিতে করোনার উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘন্টায় আরও নতুনভাবে ২২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অধিকাংশ হয়েছে সিডনির পূর্বাঞ্চলীয় সাবার্ব এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিন সিডনির চার কাউন্সিল এলাকায় আজ শুক্রবার মধ্যরাত থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছেন। কাউন্সিল এলাকাগুলো হলো- সিডনি সিটি, রেডফান, পিয়ারমন্ট, আলেক্সান্ডারিয়া, উলাহরা, রেন্ডউইক, ওয়েভার্লি। অর্থ্যাৎ সিডনি সিটি, বৃহত্তর বন্ডাই, রোজ বে, ভাউক্লোস, রেন্ডউইক, কুজি, মারুবরা, পোর্ট বটানি সহ বিভিন্ন এলাকার মানুষজন আজ রাত বারোটার পর থেকে বাড়িতে থাকবেন। এই নিষেধাজ্ঞা জরুরী কাজে যেমন মেডিকেল বা শিক্ষা, খাদ্য সরবরাহ, ফ্রন্ট লাইন ওয়ার্কার এবং কেয়ারারগের জন্য প্রযোজ্য হবেনা।
প্রিমিয়ার গ্লাডিস নিজেও বাসায় থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। বিদ্যমান লকডাউনে তিনি সম্ভব হলে সকলকে বাসা থেকেই কাজ করার অনুরোধ জানান। উল্লেখ্য, গতকালের ২২ জন সহ বন্ডাই ক্লাস্টারে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫ জনে। আগামী ২ জুলাই পর্যন্ত বৃহত্তর সিডনিতে শপিং মল এবং অন্যান্য স্থানে ও পাবলিক সার্ভিস বাস, ট্রেন, ট্যাক্সি কিংবা রাইড শেয়ারে মাস্ক পরা বাধ্যতামূলক। রাজ্য প্রিমিয়ার আরো বলেন, লকডাউন ঘোষিত চার সিটি কাউন্সিল ছাড়াও বে সাইড, ইনার ওয়েস্ট এবং কানাডা বে কাউন্সিলের বাসিন্দাদের সিডনি মেট্রোপলিটিন এলাকা ত্যাগ করতে নিষেধ করা হয়েছে।