সিডনি আওয়ামীলীগ আয়োজিত ইফতার এবং দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

  
    

 

প্রশান্তিকা ডেস্ক: সিডনি আওয়ামীলীগ গত ১২মে রোববার রকডেলের ওল্ড টাউন স্টার কাবাব রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করে। সংগঠনের সভাপতি গাউসুল আলম শাহজাদার সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি প্রফেসর ড: রফিকুল ইসলাম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট আইনজীবি সিরাজুল হক, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগরের (দক্ষিণ) সাবেক সভাপতি এবং সিডনির অনলাইন পত্রিকা বাংলাকথার যুগ্ম সম্পাদক  মো: শফিকুল আলম শফিক শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডনি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্বদেশ বার্তা পত্রিকার প্রধান সম্পাদক ফয়সাল আজাদ। ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার যুগ্ম  সাধারন সম্পাদক মেহেদী হাসান কচি,  সাংগঠনিক সম্পাদক এসএম দিদার হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল আলম লাবু, সিডনি আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন লাল্টু, নির্মল কোষ্টা, শাহাজাহান মিল্টন, জহিরুল সরকার, যুগ্ম  যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান, রাজেশ সাহা, দেওয়ান তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আইজিদ আরাফাত অরূপ, নাজমুল হাসান বিপ্লব, রেজাউল করিম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম,তথ্য গবেষনা সম্পাদক নিশান আবাদ, ক্রীড়া সম্পাদক আবু সালেক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নামিদ ফারহান, সদস্য মুন্না দেওয়ান, তরিকুল ইসলাম, রোমান খান সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।
বক্তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক এবং অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন। ইফতারপূর্ব দোয়া এবং মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিডনির অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সম্পাদকেরা। উপস্থিত ছিলেন সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন,নাইম আব্দুল্লাহ ( বিদেশ বাংলা ২৪, বিডি নিউজ ),আকিদুল ইসলাম (বাসভূমি), দেশ বিদেশ পত্রিকার সম্পাদক  বদরুল আলম,  আব্দুল মতিন (সিডনিবাসী-বাংলা ডট কম), বিদেশ বাংলা টিভি’র প্রধান রহমত উল্লাহ, আউয়াল খান ( বাংলাকথা ও স্বদেশ বার্তা পত্রিকা), তুষার তাসু (জন্মভূমি টেলিভিশন) ,ফয়জুল আজিম চঞ্চল( এনটিভি ও নবধারা), ফাহাদ আসমার ( প্রশান্তিকা), এলিজা আজাদ টুম্পা ( আড়ঙ্গ) প্রমুখ।
সভাপতির বক্তব্যে গাউসুল আলম শাহজাদা উপস্থিত সুধীজনদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ বিজ্ঞপ্তি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments