সিডনি আসছেন কনক চাঁপা

  
    

প্রশান্তিকা ডেস্ক : বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা আসছেন সিডনিতে। তিনি ১৯ আগস্ট শনিবার ক্যাসুলা পাওয়ারহাউজ আর্টস সেন্টারে গান গাইবেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে সুরের ধারা। হারানো সুর শীর্ষক অনুষ্ঠানটিতে কনক চাঁপা ছাড়া আরও গান গাইবেন সিডনির জনপ্রিয় শিল্পী সৃজনী ঘোষ এবং মামুন হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ফারজানা আমবারিন জয়া ।

.সুরের ধারার কর্ণধার মামুন হাসান খান প্রশান্তিকাকে জানান, গত মাসে কনক চাঁপা’র অনুষ্ঠানটির ঘোষণার পরপরই অনেক দর্শক এতে আগ্রহ প্রকাশ করেছেন। অত্যন্ত ব্যস্ত শিল্পী কনক চাঁপা দু’এক দিনের মধ্যেই আমেরিকা ও কানাডা ট্যুরের জন্য রওয়ানা হচ্ছেন। পুরো একমাস দুই দেশের বিভিন্ন স্টেটে গান করে বাংলাদেশ হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা দেবেন।

চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে কনক চাঁপা সমান পারদর্শী। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম।নারী শ্রেষ্ঠ প্লেব্যাক কন্ঠশিল্পী হিসেবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের পরে তিনিই একাধিক তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন । এছাড়া প্রথম আলো মেরিল পাঠক জরিপে চার বার, বাচসাস এবং অনন্যা শীর্ষ দশ পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।

কনকচাঁপা গান শিখেছেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী বশীর আহমেদের কাছে। তিনি দীর্ঘদিন তাঁর কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীতসহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। তবে আজ এই পর্যায়ে আসার জন্য তিনি সব সময় তার পিতা আজিজুল হক মোর্শেদ ও স্বামী মইনুল ইসলাম খান—এ দুজনের অবদানকেই অগ্রগণ্য করেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে- যে প্রেম স্বর্গ থেকে এসে; অনেক সাধনার পরে আমি; তুমি মোর জীবনের ভাবনা; নীলাঞ্জনা নামে ডেকোনা উল্লেখযোগ্য। তাঁর জন্ম সিরাজগঞ্জ জেলায়।

অনুষ্ঠানে কনক চাঁপা ছাড়াও গান করবেন সিডনিবাসী প্রখ্যাত শিল্পী সৃজনী ঘোষ ও মামুন হাসান খান। অনুষ্ঠানে বাজাবেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রখ্যাত শিল্পীরা। বাংলাদেশ থেকে আসছেন রাজিব (কী বোর্ড), কামরুল (বাঁশি) ও সাঈদ (লিড গীটার)। এছাড়া অস্ট্রেলিয়া থেকে থাকবেন অভিজিৎ দাঁ (তবলা), তানিম হায়াত খান রাজিত (সরোদ), খালিদ (বেস গীটার), তাপোষ (অক্টোপ্যাড)। অনুষ্ঠানটিকে শিল্পীদের সুরের মূর্ছনার সাথে শতভাগ ক্লাসিক পর্যায়ে নেয়ার জন্যই এতোগুলো বাদ্যযন্ত্রের সংযোজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান । মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জন্মভূমি মিডিয়া ও প্রশান্তিকা। অনুষ্ঠান সহযোগিতা করছে ডান স্টুডিও ও দেশি ইভেন্টস্। আগ্রহী দর্শকেরা টিকেটের জন্য নিচের ওয়েবলিংকে ক্লিক করুন-

https://www.deshievents.com.au/event-detail.php?url_slug=harano-shur-sydney-2023

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments