প্রশান্তিকা ডেস্ক: আগামী ২৮ এপ্রিল সিডনিতে বিশেষ একটি নাগরিক সভায় আসছেন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষক, লেখক ও কলামিস্ট ড. মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী শিক্ষাবিদ ড. ইয়াসমীন হক। এ উপলক্ষ্যে গত ১১ এপ্রিল সন্ধ্যায় লাকেম্বার রেইন ফরেস্ট ফিউশন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো প্রাঞ্জল ও ব্যতিক্রমী এক মতবিনিময় সভা। স্থানীয় কবি, লেখক, শিল্পী, সাংবাদিক, মাসিক পত্রিকার সম্পাদক ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে সিডনির নাগরিক সন্ধ্যার সমন্বয়ক সালেহ আহমেদ জামী প্রথমেই SUST Alumni Australia কে ধন্যবাদ জ্ঞাপন করেন স্বনামধন্য এই শিক্ষাবিদ দম্পতিকে সিডনিবাসী বাঙালিদের আঙিনায় নিয়ে আসার জন্য। তিনি আরো জানান যে, প্রশান্ত পাড়ের অসংখ্য মানুষ অধীর অপেক্ষা করছে গুণী এই মানুষদের সানিধ্য লাভের আশায়।
আয়োজকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন SUST Alumni Australia’র প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সায়েম মোর্শেদ লিপু, SUST Alumni Australia’র আহ্বায়ক এনামুল কবির খান সুদান। তাঁরা উভয়েই আসন্ন এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সকলের প্রতি সহৃদয় সহযোগিতা কামনা করেন। মতবিনিময়ের এক পর্যায়ে অনুষ্ঠানের পরিচালকমন্ডলী ও ব্যবস্থাপকদের মধ্যে Remians Australia’র প্রেসিডেন্ট ডাঃ একরাম চৌধুরী অনুষ্ঠানকে ঘিরে তাঁর আত্মবিশ্বাস ও আস্থার কথা জানান দেন এবং Remians Australia’র সাধারণ সম্পাদক পলাশ বসাক সার্বিক আয়োজনের রূপরেখা সুচারুরূপে উপস্থাপন করেন। এর অব্যবহিত পরেই সিডনির নাগরিক সন্ধ্যার পরিবেশক ও অন্যতম প্রধান পৃষ্ঠপোষক “প্রভাত ফেরী”র সম্পাদিকা শ্রাবন্তী কাজী এই অনুষ্ঠানের স্পনসর হতে পেরে SUST Alumni Australia কে ধন্যবাদ জানান। তিনি আরো সংযুক্ত করেন স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে ডঃ মুহম্মদ জাফর ইকবাল ও ডঃ ইয়াসমীন হককে প্রবাসীদের মাঝে উপস্থাপনের প্রক্রিয়ায় অংশ নিতে পেরে তাঁরা বিশেষ সম্মানিত বোধ করছেন।
মূল আয়োজনের ক্যাটারিং পার্টনার ও অন্যতম পৃষ্ঠপোষক “রেইন ফরেস্ট” রেস্টুরেন্টের কর্ণধারদের প্রতিনিধি মিরাজ হোসেন তাঁর বক্তব্যে এ ধরণের প্রগতিশীল এবং ব্যতিক্রমী আয়োজনের পাশে থাকতে পেরে গৌরবান্বিত বোধ করছেন বলে জানান। উপস্থিত সকলকে অনুষ্ঠানের খুঁটিনাটি বিষয় অবহিত করেন Remians Australia’র ভাইস প্রেসিডেন্ট এবং গর্বিত SUSTian মোঃ সাজ্জাদ সিদ্দিকী।
এরপরের প্রাণবন্ত প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন বাংলা-সিডনি ডটকমের সম্পাদক আনিসুর রহমান, মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক শামীম আল নোমান, প্রশান্তিকা বাংলা পত্রিকার সম্পাদক আতিকুর রহমান শুভ, স্বদেশ বার্তা ও বাংলা কথার সম্পাদক আউয়াল খান, দেশ-বিদেশ পত্রিকার সহযোগী সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ খোকন ও সময় টিভি’র সিডনি প্রতিনিধি ও প্রবাসবাংলা ডটকম এর সম্পাদক আমিনুল ইসলাম রুবেলসহ উপস্থিত আরো অনেকেই। আয়োজকদের প্রতিনিধিরা সুনিপুণ সদুত্তরের মাধ্যমে উপস্থিত সকলকে জানিয়ে রাখেন প্রানবন্ত এক উপস্থাপনা নিয়ে তাঁরা হাজির হবেন ডঃ মুহম্মদ জাফর ইকবাল ও ডঃ ইয়াসমীন হককে সাথে নিয়ে ২৮ এপ্রিল রবিবার সন্ধ্যা ৫টায় Bryan Brown Theater এ।
পরিচ্ছন্ন ও সংযুক্ত এই প্রেস কনফারেন্স শেষ হয় প্রভাত ফেরী পত্রিকার প্রকাশক Remian সোলায়মান আশরাফী দেওয়ান দানি’র ধন্যবাদ জ্ঞাপনসহ শুভেচ্ছা বক্তব্যে এবং মজাদার নৈশভোজে।