প্রশান্তিকা ডেস্ক : বাংলা চলচ্চিত্র দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে খুব ভালো কিছু কন্টেন্ট দিয়ে এবং তার সবকটা’ই অস্ট্রেলিয়ার সকল বাংলাভাষীর জন্য নিয়ে আসছে বঙ্গজ ফিল্মস। সিডনি প্রেক্ষাগৃহে তারা একে একে মুক্তি দিচ্ছে ব্ল্যাক ওয়ার, দেশান্তর, কুড়া পক্ষীর শূন্যে উড়া, দোস্তজী- এই চারটি পুরস্কারপ্রাপ্ত সিনেমা।
১০ ফেব্রুয়ারি থেকে মুক্তি পেয়েছে ‘ব্ল্যাক ওয়ার’। বাংলাদেশে জঙ্গি দমনের বেশ কিছু অপারেশনের ছায়ায় দুই খণ্ডে নির্মিত সিনেমা মিশন এক্সট্রিম। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রথম খন্ড মূলত স্টোরি বিল্ডআপ ছিল। মিশন এক্সট্রিমের শেষ কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’তাই আরিফিন শুভ, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা সহ পুরো টিমের জন্য ‘অগ্নিপরীক্ষা’ সম। সাফল্য অর্জনের চ্যালেঞ্জ তো ছিলই,ছিল নিজেদেরকেও প্রমাণের চ্যালেঞ্জ। ব্ল্যাক ওয়ারে তাদের সবার পারফরম্যান্স সাক্ষ্য দিয়েছে প্রত্যাশিত সাফল্যের। সিনেমাজুড়ে কারো লাউড অ্যাক্টিং নেই, নেই অতি অভিনয়। চরিত্রের মেজাজটাই সব অভিনেতা ক্যারি করে গেছেন পুরো সময় ধরে।
২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে “দেশান্তর”। কবি নির্মলেন্দু গুণ এর উপন্যাস অবলম্বনে “জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী”ভাবনাটাকে বুকে আগলে তৈরি হয়েছে “দেশান্তর”। যারা একটু গল্পনির্ভর ছবি দেখতে পছন্দ করে তাদের জন্য উপযুক্ত একটি ছবি । মাটি ও মানুষের গল্পটিকে অসাধারণ করে তুলেছে দু’টি চরিত্র ইয়াশ রোহান এবং টাপুর। আহমেদ রুবেল, শুভাশীষ ভৌমিক, মোমেনা চৌধুরী, মৌসুমি এর মত অভিনেতা থাকলেও ছবির মূল নায়ক তার গল্প। গল্পের পরতে পরতে অভিনয়ই দর্শকদের পরিপূর্ণ তৃপ্তি দিবে।
৫ মার্চ থেকে মুক্তি পাবে “কুড়া পক্ষীর শূন্যে উড়া“। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নেয়া “কুড়া পক্ষীর শূন্যে উড়া” চলচ্চিত্রটি বাংলাদেশের ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের আবহমান জীবন সংগ্রামের আখ্যান। বিরূপ প্রাকৃতিক পরিবেশে বৈষম্য ও বঞ্চনার মাঝে টিকে থাকা প্রান্তিক মানুষের সম্মিলিত লড়াইয়ের গল্প। হাওড়ের জল ও কাদায় মিশে থাকা সাংস্কৃতিক উত্তরাধিকার ও লোকজ ঐতিহ্যের আবহে চিত্রায়িত এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
১৭ ই মার্চ থেকে মুক্তি পাবে “দোস্তজী”। বাংলার মাটির নিখাদ বন্ধুত্বের স্বাদ এবার অস্কারের মঞ্চ মাতাতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বন্ধুত্বের এক নতুন উপাখ্যান ‘দোস্তজী’। একের পর এক রেকর্ড গড়েই চলেছে বাঙালি পরিচালক প্রসূন চট্টোপাধ্য়ায়ের এই ছবি । এবার ৯৬ তম অস্কারে মেইন ক্যাটাগরিতে নমিনেটেড হওয়ার জন্য এলিজেবল হল ‘দোস্তজী’। ‘দোস্তজি’-র দুই খুদে নায়ক আশিক শেখ ও আরিফ শেখের অনবদ্য অভিনয় আট থেকে আশি সকলের মনের কাছে জায়গা করে নিয়েছে ‘দোস্তজী’। ১৯৯৩ সালে মুম্বই হামলার প্রেক্ষাপটে মুর্শিদাবাদের ডোমকল গ্রামের দুই ছেলের নিষ্পাপ বন্ধুত্ব ঘিরে আবর্তিত হয়েছে এই ছবি। এখনও পর্যন্ত ২৬ টি দেশের ৩২ টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। ২০২২ সালে মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছে। এছাড়াও মুক্তির পর ৮ টি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে এই ছবি।
বঙ্গজ ফিল্মস’র পক্ষ থেকে তানিম মান্নান বলেন, প্রবাসে অনেক দর্শকের অনুরোধে পুরস্কারপ্রাপ্ত এই সিনেমাগুলো আনা হয়েছে। আমরা আশা করছি, দর্শকেরা সিনেমাগুলো দেখতে হলমুখী হবেন। তিনি বলেন, বিস্তারিত জানতে https://bongozfilms.com ওয়েবসাইটে গেলেই নতুন এবং মানসম্পন্ন বাংলা সিনেমার খোঁজ পাওয়া যাবে। সবাই মিলে বিনোদনের পাশাপাশি প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চাকে আরো সমৃদ্ধ করা যাক। এ আয়োজনের ব্যপ্তি বাড়াতে আমরা আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব।”
সকল সিনেমারা সময়সূচী এবং টিকেট পাওয়া যাবে https://bongozfilms.com ওয়েবসাইটে। যে কোন তথ্য জানতে দর্শক কল করতে পারবেন +61406063058 নম্বরে।