সিরাজগঞ্জে নির্বাচনে বিজয়ী কাউন্সিলর খুন

  
    

প্রশান্তিকা ডেস্ক: নির্বাচনে তিনি জয়ী হয়েছেন। কিন্তু জয়ের আনন্দের পরিবর্তে চিরবিদায়ের বেদনায় ভারাক্রান্ত হলো তাঁর পরিজন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের পৌরসভা নির্বাচনে। জানা গেছে, পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নির্বাচনী পোস্টারে নিহত তরিকুল ইসলাম। ডালিম মার্কায় ভোট পেয়ে বিজয়ী হয়েও আনন্দ উদযাপন করতে পারলেন না তিনি !

ইত্তেফাক সূত্রে জানা গেছে, নিহত তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেন।
ছুরিকাঘাতের পর তারিকুল ইসলামকে শহরের প্রাইম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments