সুদর্শন মানুষটি বেঁচে থাকলে আজ শতবর্ষে পা দিতেন -অজয় দাশগুপ্ত

  
    

এমন বাঙালি দেখেছেন যিনি স্বাধীন দেশে ফেরার আগেই বৃটিশ প্রধানমন্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন, তার সামনে পায়ের ওপর পা রেখে চরম আত্মবিশ্বাসে পাইপের ধোঁয়া ছাড়তে পারেন।

যিনি দেশে ফেরার আগেই বৃহৎ প্রতিবেশীকে অবলীলায় সৈন্য প্রত্যাহারের অনুরোধ করতে জানেন?

৫১ বছর হবার ঠিক দশদিন আগে বাঙালিকে প্রথম বারের মতো স্বাধীন হবার ডাক দিয়েছিলেন। ৫০ পেরুনোর আগেই হয়ে উঠেছিলেন বাংলার অবিসংবাদিত নেতা। বাঙালি কি আর কোন নেতাকে বাংলার বন্ধু বলে ডেকেছে কোনকালে?

৫৫ বছর ৪ মাস ২৮ দিনের জীবন। অথচ এই স্বল্প আয়ুতেই কালজয়ী, অমর। এমন ব্যাকব্রাশ করা পাইপ হাতের সুদর্শণ মানুষটি বেঁচে থাকলে আজ শতবর্ষে পা রাখতেন।

কোলাহলের বাইরে অন্তর্গত ভালোবাসা, প্রণাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments