গতকালই গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খানের শপথ গ্রহণের কথা থাকলেও তিনি শপথ নেননি। তিনি আগের দিন চিঠি দিয়ে শপথ না নেওয়ার কথা জানিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তিনি (মোকাব্বির) এই মুহূর্তে শপথ নিতে পারছেন না বলে জানিয়েছেন। পরে শপথ গ্রহণের সময় জানাবেন বলেও ওই চিঠিতে উল্লেখ করেছেন।
শপথ শেষে সংসদ থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা সুলতান মনসুর সাংবাদিকদের বলেন, ‘ফ্রন্টের শীর্ষ নেতাকে জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন এমপি হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সংসদীয় এলাকার জনগণের পক্ষে কথা বলা। সংসদ নির্বাচনে যখন অংশগ্রহণ করেছি স্বাভাবিক কারণেই সংসদে এসে কথা বলাই প্রধান কাজ।’ তিনি আরো বলেন, ‘আমাদের রাজনীতির শিক্ষাগুরু হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনি যা ওয়াদা করতেন, তা রক্ষা করতেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। বঙ্গবন্ধুর কর্মী হিসেবে আমি ৩০ ডিসেম্বরের পর জনসমক্ষে বা গণমাধ্যমে যা বলেছি, তাই কার্যকর করেছি।’
ধানের শীষের প্রার্থী হিসেবে দল বা জোটের সিদ্ধান্তের বাইরে শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অবশ্যই সরকারি দলের প্রতিনিধিত্ব করছি না। ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছি। অনেকেই জানেন না এই ধানের শীষ বা ধানের ছড়া একসময় ছিল মওলানা আব্দুল হামিদ খান ভাসানির ন্যাপের মার্কা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর এই মার্কা হয়েছে বিএনপির। এখন হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের মার্কা। আমি জাতীয় ঐক্যফ্রন্টের একজন নীতিনির্ধারক হিসেবে সেই ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি।’
সুলতান মোহাম্মদ মনসুর সংসদে যোগ দেওয়ায় তাঁকে বহিষ্কার করেছে গণফোরাম। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বিকেলে মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এই সিদ্ধান্তের কথা জানান। মন্টু বলেন, সুলতান মনসুর গণফোরামের গণমুখী নীতি-আদর্শের সঙ্গে প্রতারণা করেছেন এবং গঠনতন্ত্রের পরিপন্থী কাজ করেছেন। ‘আমরা সুলতান মনসুরকে সংগঠন থেকে বহিষ্কার করছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা গ্রহণ করলে, আমরা সেটা পরবর্তিতে করব। একই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকেও তাঁকে অব্যাহিত দেওয়া হয়েছে।’ মনসুরকে ‘ধানের শীষ’ প্রতীক দেওয়াটা ভুল ছিল কি না এমন প্রশ্নের জবাবে মন্টু বলেন, ‘কেউ তো আর আগে থেকে বুঝতে পারে না কার মনে কী আছে। আমরা তাঁকে ঠিক চিনে উঠতে পারিনি।’ সংবাদ সম্মেলনে গণফোরাম নেতা মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক প্রমুখ উপস্থিত ছিলেন।