সুস্থ হয়ে উঠছেন কবির সুমন

  
    

প্রশান্তিকা ডেস্ক: দুই বাংলার কিংবদন্তী শিল্পী কবির সুমন ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। আজ তাঁর ফেসবুক পেজে নিজের সুস্থ হয়ে উঠার কথা জানালেন শিল্পী। ৫ দিন আগে গত ২৮ জুন ভোরে জ্বর, সর্দি, গলাব্যথা ও প্রবল শ্বাসকষ্ট নিয়ে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিলো।

নিজের ফেসবুক পেজে এই ছবিটা পোস্ট করে কবির সুমন বলেন, তিনি ক্রমশ সেরে উঠছেন।

হাসপাতালে চিকিৎসা শুরু হতে তার জ্বর কমতে থাকে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয় এই বর্ষীয়ান শিল্পীর। কবির সুমন আজ ৩ জুলাই বিকেলে তাঁর একটি ছবি পোস্ট করে তাঁর ফেসবুক পেজে লিখেন, “ ক্রমশ সেরে ওঠছি। রাজ্য সরকার, রাজ্য সরকারের চিকিৎসকবৃন্দ, সেবিকাসেবকবৃন্দ, কর্মীবৃন্দকে জানাচ্ছি কৃতজ্ঞতা, ভালোবাসা। সকলে ভালো থাকুন। শান্তি।”

উল্লেখ্য, জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা থাকায় প্রথমে সন্দেহ করা হয়েছিলো তাঁর করোনা হয়েছে। কিন্তু টেস্টে তাঁর নেগেটিভ আসে। চিকিৎসকেরা তাঁর দেহে একটানা অক্সিজেন সরবরাহ নিশ্চিত করেন। শিল্পীর পরিবার থেকে জানানো হয়, তাঁর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments