প্রশান্তিকা ডেস্ক: সিডনির দক্ষিন পশ্চিম সাবার্ব গ্লেনফিল্ডে গত ২৭ জানুয়ারিতে অনুষ্ঠিত ফ্যামিলি ক্যারাম প্রতিযোগিতা ২০১৯ এ বিজয়ী হয়েছেন ফরহাদ ও আবেদা সুলতানা জুটি। সেঞ্চুরী ২১ মিন্টোর সহযোগিতায় এই প্রতিযোগিতাটি আয়োজন করেন রাকিব দেওয়ান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আবেদা সুলতানা ও রেজোয়ানা ইসলাম চমৎকার হল ডেকোরেশন করেন।
গ্রুপ ভিত্তিতে এই ক্যারাম টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গ্রুপ এ তে অংশ নেন টিভন, আরিয়ানা, পি৪, মাশিয়া, অরুণাভ এবং কাইফ। গ্রুপ বি তে ছিলেন ওরিয়ন, ইহান, রারি, এ২, রোজ এবং যোহান।
নক আউট সিস্টেমে গ্রুপ এ তে বিজয়ী হন আরিয়ানা বা ফরহাদ ও আবেদা জুটি। গ্রুপ বি থেকে বিজয়ী হন ইহান বা ইথার ও তপন জুটি। ফাইনালে ইহান জুটিকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেন আরিয়ানা জুটি। টূর্নামেন্টে রানার আপ হয়েছেন আলম তপন ও ফারহানা ইথার।
প্রতিযোগিতা শেষে বিজয়ী, রানার আপ ছাড়াও সকল অংশগ্রহণকারীকে পুরষ্কার দেয়া হয়।