পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা দুই দলের জন্যই ম্যাচটা ছিল বাঁচা-মরার লড়াই। দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা এবার বিদায় নিল প্রথম পর্ব থেকেই।
টস জিতে আগে ব্যাট করতে নেমে হারিস সোহেল ও বাবর আজমের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৩০৮ রান করে পাকিস্তান। জবাবে ৯ উইকেটে ২৫৯ রানে থামে দক্ষিণ আফ্রিকা।
ছয় ম্যাচে দুই জয়, তিন হার ও একটিতে বৃষ্টিতে এক পয়েন্ট পেয়ে মোট ৫ পয়েন্ট নিয়ে সাতে আছে পাকিস্তান। সাত ম্যাচের পাঁচটিই হেরে ৩ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে নয়ে। একটি জয়ের পাশাপাশি বৃষ্টিতে এক পয়েন্ট পেয়েছে প্রোটিয়ারা।