প্রশান্তিকা ডেস্ক: বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জন্মভূমি টেলিভিশনের ৫ বছরের পদার্পন উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ (রবিবার) রকডেল রেডরোজ ফাংশন সেন্টারে এক সুধী সমাবেশ ও গালা ডিনার এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এই প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য “জন্মভূমি স্বাধীনতা সম্মাননা ” প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই প্রবাসে আলোকিত নারী ও পুরুষদের প্রতিটি বিভাগ থেকে ৬ টি ক্যাটাগরিতে মোট ১২ টি সম্মাননা দেয়া হবে। “জন্মভূমি স্বাধীনতা সম্মাননা” দেয়ার লক্ষ্যে গঠিত একটি নিরপেক্ষ জুড়ি বোর্ড ইতিমধ্যে তাদের মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছেন।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন সৈয়দ আকরাম উল্লাহ,কনভেনার, সুধী সমাবেশ উদযাপন কমিটি। মোবাইল : ০৪৩০ ৮০০ ৪৫৫।
সংবাদ বিজ্ঞপ্তি।