আমার একটা কবিতা ছিল,
কবিতার মাঝে যন্ত্রনা ছিল,
তবুও তাতে ডানা মেলত প্রশান্তির পায়রা
সে আমার প্রথম প্রেমের কবিতা।
রাতভর মগ্নতায় ডুবিয়ে, ভাসাত তৃষ্ণার জলে
কবিতাটি হারিয়ে গেল
হারিয়ে গেল কি?
তাকে হারিয়ে যেতে দিলাম।
আমার এক চিলতে আকাশ ছিল,
যে আকাশে উড়ে বেড়াতাম যত্রতত্র।
সেই আকাশে মেঘ জমলো,
গাঢ়, ঘন কৃষ্ণ বর্ণ মেঘ।
কিন্তু হায়!
বৃষ্টি হয়ে তা ঝরে পড়লো না।
কেবল অভিমানে মিলিয়ে গেল।
আমার মেঘটি হারিয়ে গেল।
হারিয়েই গেল?
হারিয়ে যেতে দিলাম।
আমার এক খন্ড ভূমি ছিল,
যেখানে আমার বিচরণ দিবানিশি
সেই ভূমিতে স্বপ্নের চাষাবাদ হতো।
বীজ থেকে চারা, চারা থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে মহীরুহ।
তার সোদা গন্ধ মাতাল করে ফেলত, এই মন এই প্রাণ।
সেই ভূমি আজ বিধ্বস্ত বিপন্ন
আমার সেই ভূমি হারিয়ে গেছে।
হারিয়ে গেছে?
নিজ হাতে তার সর্বনাশের মানচিত্র এঁকেছি।
আমার একটা আমি ছিল।
চপল, চঞ্চল, সাহসী একজন আমি
হার না মানা আমি
সকল বাঁধা পেরোনো আমি।
সেই আমি কোথায় যেন হারিয়ে গেল?
হারিয়ে কি আসলেই গেল?
হারাতে দিলাম।
আজ আমি ভীষণ সুখী!
ভীষণ শান্ত,
ভীষণ কোমল,
ভীষণ নিশ্চিন্ত
ভীষণ রকম ভাবলেশহীনও
আমার আর হারাবার কিছু নেই।