অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামাকে।
বুক ব্যথার কারণে তাকে হাসপাতালে নেয়া হলে তার এই পরীক্ষা করা হয়, তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর পাওয়ার কথা জানিয়েছে বিবিসি।
১৯৫০ সালে চীন তিব্বতের নিয়ন্ত্রণ গ্রহণ করে। দেশটি দালাই লামাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে বিবেচনা করে। ১৯৫৯ সালে তিব্বত ছেড়ে ভারতে পালিয়ে আসেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে বাইরের যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন তিনি ও ম্যাকলয়েডগঞ্জের বাসায়ই অধিকাংশ সময় থাকছিলেন।
তিব্বতে শান্তি রক্ষার ক্ষেত্রে অবদানের জন্য দালাই লামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ১৯৮৯ সালে।