সাকিব আব্দুল্লাহ, হোবার্ট থেকে : তাসমানিয়ার রাজধানী হোবার্টে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি টিমের নাম মহান মুক্তিযুদ্ধের ছয়টি সেক্টরের নামানুসারে দেওয়া হয়। ফাইনালে মুক্তিবাহিনী ও জেড ফোর্সের মধ্যে উত্তেজনার মধ্য দিয়ে মুক্তিবাহিনী জয়লাভ করেছে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দিনব্যাপী চলা এই টুর্নামেন্টে ঘিরে হোবার্টে বসবাসরত বাংলাদেশীদের ভিতর এক ধরনের উৎসব- উত্তেজনা মুখর পারিবেশ বিরাজ করে।
জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে টুর্নামেন্টের শুভ শুচনা হয়।
টুর্নামেন্ট উপলক্ষে নানা রকম পিঠা, পাটিসাপটা সহ বিভিন্ন মুখরোচক খাবারের স্টল বসে। গ্রুপ পর্বে মুখোমুখি হওয়া দুটি দল “মুক্তি বাহিনী”ও “যেড ফোর্স” টানটান উত্তেজনা ও নানান নাটকীয় ঘটনার ভিতর দিয়ে পরিশেষে আবার ফাইনালে গিয়ে একে অপরের মুখোমুখি হয়।
চরম প্রতিদন্দিতা মুলক খেলায় মুক্তি বাহিনী শেষ হাসি হাসে।