সাকিব আব্দুল্লাহ, হোবার্ট থেকে : গত ২৯ জানুয়ারী শনিবার হোবার্ট মাল্টি কালচারাল হলে হোবার্ট বাংলাদেশ কম্যুউনিটির বার্ষিক সাধারন সভা ও নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর রহমান। তিনি গত এক বছরের কার্যকলাপ এবং কোষাধ্যক্ষ মাহতাবুদ্দিন আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। এই সময় সাধারন সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ কমিটির বিগত বছরের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম সমন্ধে সম্যক ধারনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ অংশে ছিল নতুন কমিটির নির্বাচন প্রক্রিয়া। নতুন কমিটিতে নুর রহমান পুনরায় সভাপতি নির্বাচিত হয় এবং যথাক্রমে সহ-সভাপতি -আফরোজা রহমান, সাধারণ সম্পাদক – মুন্না চৌধুরী, এবং কোষাধ্যক্ষ – আসাদ হুসাইন। নতুন নির্বাচিত কমিটি উপস্থিত সদস্য বৃন্দের প্রতি তাদের স্বাগত বক্তব্য রাখেন।
কার্যকরি সিদ্ধান্ত ও সঠিক পরিকল্পনার মাধ্যমে কমিটির সার্বিক উন্নয়নের বিষয়ে তারা তাদের সর্বাত্মক আন্তরিক প্রচেষ্টার কথা ব্যক্ত করেন এবং হোবার্টে বসবাসরত সকল বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন।